সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। অবশেষে ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল। নজরে ছিল একাধিক বিষয়। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে চোট কাটিয়ে মহম্মদ শামি কি দলে ফিরছেন? বুমরাহর চোটের কী অবস্থা? বিশেষ করে সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের দুর্দশা কাটাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্য পাখির চোখ হবে। সেই সব প্রশ্নের উত্তর সহ জানিয়ে দেওয়া হল ভারতীয় দল।
এই দলই খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে। বাড়তি হিসেবে দলে থাকছেন হর্ষিত রানা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, মহম্মদ শামি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]