সময়মতো নির্বাচন হোক, বার্ষিক সাধারণ সভায় গর্জন মোহনবাগান সদস্যদের


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়মতো নির্বাচন হোক মোহনবাগানে। বার্ষিক সাধারণ সভায় গর্জন ক্লাবের সভ্য সমর্থকদের। আগামী মার্চ মাসে শেষ হচ্ছে মোহনবাগানের বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ। তাই সময়মতো নির্বাচন করিয়ে নতুন কমিটি গঠন করার দাবিতে বার্ষিক সাধারণ সাধারণ সভায় সরব হলেন সমর্থকদের একটা বড় অংশ।

শনিবার ক্লাব তাঁবুতে এজিএম চলাকালীন প্রথমে সময়মতো নির্বাচন করনোর দাবি তোলেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস। তিনি সভা চলাকালীন বর্তমান সচিবকে উদ্দেশ্য করে বলেন, “২০২১ সালে অত্যন্ত দক্ষভাবে, স্বচ্ছ্বভাবে ডিসেম্বর মাসে ইলেকশন বোর্ড গঠন করা হয়েছিল। আমার আশা ছিল, সেবার যেমন সময়মতো বোর্ড গঠন করা হয়েছিল, এবারও সেভাবেই সময়মতো নির্বাচনী বোর্ড গঠন হবে। কিন্তু যা পরিস্থিতি তাতে আর সময়মতো নির্বাচন হওয়া সম্ভব নয়। কবে নির্বাচন হবে সেটা যেন স্পষ্ট করে দেওয়া হয়।”

শোনা যাচ্ছে, প্রাক্তন সচিবের বক্তব্যের পর অন্য সমর্থকরাও সময়মতো নির্বাচনের দাবি তুলতে থাকেন। ক্লাব চত্বরে সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। কিছু সদস্যের মধ্যে কথা কাটাকাটি হয়। তবে সার্বিকভাবে এজিএমে বড় কোনও বিশৃঙ্খলা হয়নি। অধিকাংশ সমর্থকই সময়মতো নির্বাচনের দাবি তুলেছেন। আসলে ক্লাবের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে ২৮ মার্চ। তার পর নতুন কমিটি দায়িত্ব নেওয়ার কথা। সেজন্য নির্বাচন প্রক্রিয়া দ্রুত শুরু হওয়া দরকার।

পরে এ প্রসঙ্গে পরে প্রশ্ন করা হলে সৃঞ্জয় বোস বলেন, “এজিএমে সবকিছু ঠিক মতোই হয়েছে। আমার কিছু নির্বাচন নিয়ে কথা ছিল। নানা দিক থেকে সেটা নিয়ে নানারকম মন্তব্য আসে। মিটিংয়ের সভাপতি কুণাল ঘোষ জানান, তাড়াতাড়ি ইলেকশন কমিটির মিটিং হবে। সচিব জানিয়েছেন, তিনি ব্যক্তিগত কাজে ব্যস্ত আছেন। ১৪ ফেব্রুয়ারির মধ্যে ইসি মিটিং করবেন। সেখানে নির্বাচন নিয়ে যাদের বক্তব্য আছে তাদের ডাকা হবে। আমরা দ্রুত নির্বাচন চাই।” মোহনবাগানের প্রাক্তন সচিব স্পষ্ট জানান, “আমাদের একটাই দাবি, আগের নির্বাচন যে দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে, সেই দ্রুততার সঙ্গেই এবারও নির্বাচনটা করানো হবে।”

Leave a Reply