বুমরাহ-বন্দনায় থামল কোল্ড প্লে-র ‘ফুল অফ স্টারস’, ভারতীয় তারকাকে নিয়ে কী বললেন ক্রিস মার্টিন?


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের আকাশের সবচেয়ে বড় ‘তারকা’ জশপ্রীত বুমরাহ। টেস্ট হোক বা টি-টোয়েন্টি, বুমরাহর হাতেই জ্বলে উঠেছে ভারতীয় ক্রিকেটের মশাল। সেই ‘তারা’র জন্য থামল কোল্ড প্লের জনপ্রিয় গান ‘আ স্কাই ফুল অফ স্টারস’। মুম্বইয়ে মাঝপথে গান থামিয়ে বুমরাহকে নিয়ে কী বললেন ক্রিস মার্টিন?

বর্ডার গাভাসকর ট্রফিতে ৩১টি উইকেট তুলে নিয়েছিলেন বুমরাহ। ভারত ১-৩ ব্যবধানে হারলেও, তাঁকেই সিরিজের সেরা বেছে নেওয়া হয়েছিল। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ের অন্যতম আশা-ভরসা তিনি। ঠিক যেভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল বুমরাহর। তবে চোট-আঘাত সামলে কি তিনি আইসিসি টুর্নামেন্টে নামতে পারবেন? সেটাও একটা প্রশ্ন।

যদিও তাঁর জনপ্রিয়তা যে আকাশচুম্বী, সেটা ফের প্রমাণিত হল। নভি মুম্বইয়ে অনুষ্ঠান ছিল বিখ্যাত ব্যান্ড ‘কোল্ড প্লে’র। সেখানে সপরিবারে হাজির ছিলেন শচীন তেণ্ডুলকরও। তাঁকে নিয়েও জয়ধ্বনি শোনা যায় দর্শকদের মধ্যে। তবে শেষের দিকে আলো কেড়ে নিল ‘কোল্ড প্লে’র গায়ক ক্রিস মার্টিনের বিশেষ ঘোষণা। অনুষ্ঠান তখন শেষের পথে। সেই সময় গেয়ে উঠলেন বিখ্যাত গান ‘আ স্কাই ফুল অফ স্টারস’।

কিন্তু হঠাৎ করেই থামিয়ে দিলেন সেই গান। তারপরই বললেন, “একটু দাঁড়ান। আমাদের এই অনুষ্ঠানটা এখনই শেষ করতে হবে। কারণ জশপ্রীত বুমরাহ মঞ্চের পিছনে আসতে চাইছে। ও বলছে, আমাকে বল করতে চায়। বুমরাহ বিশ্বের সেরা বোলার। আপনারা দয়া করে ১০ মিনিট দাঁড়িয়ে যান। আমরা জশপ্রীতকে খুব ভালোবাসি।” তারপর অবশ্য গানটি শেষ করেন। মুম্বইয়েই পরের অনুষ্ঠান ‘কোল্ড প্লে’র। তারপর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুটি অনুষ্ঠান করবেন ক্রিস মার্টিনরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ




Leave a Reply