সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন নিয়েও ভারতীয় শিবিরে দ্বন্দ্ব। কোচ গম্ভীরের সঙ্গে মতানৈক্য অধিনায়ক রোহিত শর্মা এবং নির্বাচকপ্রধান অজিত আগরকরের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, কোচ গম্ভীরের দুটি সিদ্ধান্ত সরাসরি নাকচ করে দিয়েছেন রোহিতরা।
শনিবার সাংবাদিক বৈঠক করে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার কথা ছিল দুপুর সাড়ে ১২টা নাগাদ। কিন্তু সাংবাদিক বৈঠকে রোহিত এবং আগরকর এলেন দু’ঘণ্টারও বেশি সময় পরে। অথচ দুজনই বিসিসিআই সদর দপ্তরে পৌঁছেছিলেন নির্ধারিত সময়ে। সাড়ে ১২টা থেকে নতুন করে বৈঠক শুরু করেন আগরকর এবং রোহিত। অথচ দল নির্বাচন সক্রান্ত যাবতীয় আলোচনা আগের দিন সন্ধের মধ্যেই হয়ে গিয়েছিল। তখনই প্রশ্ন উঠছিল কী এমন হল যে শেষ মুহূর্তে এত দীর্ঘ বৈঠক করতে হল অধিনায়ক এবং নির্বাচকপ্রধানকে?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের দাবি, দল নির্বাচন নিয়ে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে মতানৈক্য দেখা দেয় নির্বাচকপ্রধান অজিত আগরকর এবং অধিনায়ক রোহিত শর্মার। গম্ভীর চাইছিলেন, দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে সঞ্জু স্যামসনকে দলে রাখতে। কিন্তু আগরকর এবং রোহিত সঞ্জুকে দলে নিতে রাজি হননি। তাঁরা পন্থকে রাখার পক্ষে। শেষপর্যন্ত গম্ভীরের দাবি খারিজ করে পন্থকেই দলে রাখেন প্রধান নির্বাচক।
গম্ভীরের আরও এক সিদ্ধান্ত খারিজ করেছেন রোহিতরা। ভারতীয় দলের কোচ চাইছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক হিসাবে হার্দিক পাণ্ডিয়াকে চাইছিলেন। কিন্তু সেই দাবিও খারিজ করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। আগরকর এবং রোহিত যৌথভাবে শুভমান গিলকে সহ-অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচকপ্রধান আগরকর ইঙ্গিতও দিয়েছেন, আগামী দিনে গিলের মধ্যে সম্ভাব্য নেতা দেখতে পাচ্ছে বিসিসিআই।