পুরনো বলে ‘ব্যর্থতা’য় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্রাত্য সিরাজ! রোহিতের যুক্তির বিরোধিতা প্রাক্তনীদের


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি মহম্মদ সিরাজ। এর আগে এশিয়া কাপের ফাইনালে ৬ উইকেট তুলে নায়ক হয়েছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু রোহিত শর্মার মত, পুরনো বলে ততটাও কার্যকরী নন সিরাজ। যদিও ভারত অধিনায়কের যুক্তির সঙ্গে একমত নন একাধিক প্রাক্তন ক্রিকেটার।

বর্ডার গাভাসকর ট্রফিতে ৫ ম্যাচে ২০টি উইকেট তুলে নিয়েছিলেন সিরাজ। তবে এটাও ঠিক যে, যথেষ্ট রান দিয়েছেন। বুমরাহর অনুপস্থিতিতে বিকল্প হয়ে উঠতে পারেননি। পুরনো বলেও অনেকটাই ফিকে দেখিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সাংবাদিক সম্মেলনে রোহিত বলেছিলেন, “বল পুরনো হয়ে গেলে সিরাজের ধার অনেকটাই কমে যায়। আমরা এটা নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। আমরা তিনজন পেসার নিচ্ছি। তার সঙ্গে আমাদের অলরাউন্ডারও দরকার। খুব দুর্ভাগ্যজনক যে সিরাজকে বাদ দিতে হচ্ছে।”

কিন্তু রোহিতের সঙ্গে একমত নন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু। তাঁর বক্তব্য, “দল নির্বাচন দেখে মনে হচ্ছে অলরাউন্ডারদের বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। চারজন অলরাউন্ডার আছে, যারা অনায়াসে খেলার রং বদলে দিতে পারে। তবে আমি দুবাইয়ের পরিস্থিতি দেখে সিরাজকে দলে নিতাম। কারণ সেখানে স্পিনাররা সেভাবে সাহায্য পাবে না। আর সিরাজকে নিলে দলে ভারসাম্য আসবে।”

একই বক্তব্য সুরেশ রায়নার। তাঁর মতে এখনও সময় আছে সিরাজকে দলে নেওয়ার। তিনি বলেন, “অস্ট্রেলিয়ায় সিরাজ যেরকম খেলেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরকম খেলবে না। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্কোয়াড বদল করা যাবে। বুমরাহ যদি পুরোপুরি সুস্থ না হয়, তাহলে সিরাজকে দরকার পড়বে।” দেশের হয়য়ে ৪৪ ম্যাচে ৭১ উইকেট তুলেছেন সিরাজ। তাঁকে নেওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে সমস্যায় ফেলবে না তো? সেই প্রশ্ন আরেক প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ারও। তাঁর বক্তব্য, “আমার সিরাজের জন্য খারাপ লাগছে। ও কী ভুল করেছে?” দল থেকে বাদ পড়ে কি রনজিতে খেলবেন সিরাজ? কোনও সদুত্তর নেই এই বিষয়ে। 

Leave a Reply