সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া সফরে বিপর্যয়-উত্তর পর্বে ভারতীয় টিমের জন্য দশ দফা শাসনবিধি জারি করেছে ভারতীয় বোর্ড। যে শাসনবিধির আওতায় বিদেশ সফর চলাকালীন ক্রিকেটারদের স্ত্রী-পরিবারবর্গের দীর্ঘমেয়াদি থাকার উপর ‘নিষেধাজ্ঞা’কেও রাখা হয়েছে। শোনা যাচ্ছে, সেই নিয়মাবলীতে অসন্তুষ্ট ভারতীয় ক্রিকেটাররা। খোদ অধিনায়ক রোহিত শর্মা বোর্ড কর্তাদের সঙ্গে এ নিয়ে কথা বলতে চান।
বোর্ডের নতুন নিয়মাবলী অনুযায়ী, বিদেশ সফর যদি পঁয়তাল্লিশ দিনের বেশি হয় হয়, তা হলে ক্রিকেটারদের স্ত্রী-পরিবারবর্গরা সর্বোচ্চ দু’সপ্তাহ থাকতে পারবেন। বিদেশ সফর পঁয়তাল্লিশ দিনের কম হলে ক্রিকেটারদের পরিবারবর্গের থাকার মেয়াদ কমে দাঁড়াবে এক সপ্তাহ। কিন্তু সেই নির্দেশিকা যে ক্রিকেটারদের বিশেষ মনঃপূত হয়নি, তা সাংবাদিক সম্মেলন করতে বসে ইঙ্গিত দিয়ে গেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
না, ভারতীয় বোর্ডের পক্ষ থেকে সরকারি ভাবে দশ দফা শাসনবিধি জারি করা হয়নি। কিন্তু গত বৃহস্পতিবার রাত থেকে মিডিয়ায় সেই শাসনবিধি ছড়িয়ে পড়ে। এ দিন পাশে জাতীয় নির্বাচক কমিটি প্রধান অজিত আগরকরকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করতে বসেন রোহিত। সেখানেই আগরকরকে কথায় কথায় তিনি বলে ফেলেন, ‘‘এবার আমাকে বসতে হবে বোর্ড সচিবের সঙ্গে। পরিবারের ব্যাপারটা নিয়ে। সবাই আমাকেই বলছে বোর্ড সচিবের সঙ্গে এই পরিবারের ব্যাপারটা নিয়ে বসতে।’’
ভারত অধিনায়ক কথাটা অবশ্যই মিডিয়াকে বলেননি। কিন্তু আগরকরকে যা বলছিলেন, তা মাইক্রোফোনে ধরা পড়েছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘‘কারা আপনাদের এই নিয়ম নিয়ে বলল? বোর্ড কি সরকারি ভাবে কিছু বলেছে? সরকারি ভাবে কিছু আগে আসতে দিন।’’ তবে শোনা যাচ্ছে, বোর্ড সচিবের সঙ্গে এবার সত্যি বসতে চান রোহিত।