‘বুমরা অপেক্ষা করছে’, কনসার্টের মাঝে কোল্ডপ্লে-র ক্রিস মার্টিন উচ্ছ্বসিত জসসিকে নিয়ে


কোল্ড প্লে-র শো। শুধুমাত্র সঙ্গীতপ্রেমীদের জন্যই নয়, স্মরণীয় হয়ে রইল ক্রিকেট প্রেমীদের জন্য়। বিশ্বের অন্য়তম সেরা ব্যান্ড কোল্ড প্লে। তাদের গান নিয়ে মাতামাতি হয় সারা বিশ্ব জুড়েই। বাদ নয় ভারতও। মুম্বইয়ে শো করল কোল্ড প্লে। আর তাতেই মজার মুহূর্ত। একটা সময় অবধি বিশ্বে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠতেন শুধুমাত্র ব্যাটাররাই। কপিল দেবের মতো অলরাউন্ডারও অবশ্য় ছিলেন। তবে সচিন তেন্ডুলকর এবং বর্তমান প্রজন্মে বিরাট কোহলিকে নিয়ে ব্য়াপক উন্মাদনা দেখা যায় বিশ্বের নানা দেশেই। সেই জনপ্রিয়তায় কিছুটা হলেও ছাপ ফেলেছেন জসপ্রীত বুমরা।

মুম্বইয়ে কোল্ড-প্লের কনসার্ট চলাকালীনই মজার ঘটনা। সকলকে চমকে দেন ক্রিস মার্টিন। কোল্ড প্লে-র অন্যতম জনপ্রিয় মুখ ক্রিস। কনসার্টের মাঝে গান থামিয়ে দর্শকদের উদ্দেশে বলেন, ‘একটু শুনুন। আমাদের এক্ষুণি শো শেষ করতে হবে। কারণ, জসপ্রীত বুমরা আমার সঙ্গে ক্রিকেট খেলতে চায়। ব্য়াকস্টেজে আমার জন্য অপেক্ষা করছে।’ এখানেই শেষ নয়। ক্রিস মার্টিন আরও যোগ করেন, ‘বুমরা বলেছে ও আমাকে বোলিং করবে।’ ক্রিস মার্টিনের মুখে প্রিয় জসপ্রীত বুমরার নাম শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েন সকলেই।

জসপ্রীত বুমরার চোট রয়েছে। যে কারণে ইংল্যান্ড সিরিজে বিশ্রামের সিদ্ধান্ত। তবে ইংল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষটিতে তাঁকে খেলতে দেখা যেতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেই ম্যাচে ফিটনেস প্রমাণ করতে হবে। চোট পাওয়া বুমরা যে বিশ্রামে সকলেই জানেন। এরপরও অনেকে অবশ্য ক্রিস মার্টিনের কথায় নড়েচড়ে বসেন। যদি সত্যিই জসপ্রীত বুমরা স্টেজে ওঠেন, এই আশায়।



Leave a Reply