গোল্ডেন বয়। ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কাছে নীরজ চোপড়ার প্রথম পরিচয় এটিই। টোকিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলেটিক্সে সোনার মুহূর্ত এনেছিলেন। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অলিম্পিকে ভারতের প্রথম সোনার পদক তাঁর সৌজন্যেই। প্যারিস অলিম্পিকে এনেছেন রুপো। শুধু তাই নয়, ভারতের এই জ্যাভলিন থ্রোয়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ডায়মন্ড সবই জিতেছেন। এ বার জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া।
প্যারিস অলিম্পিকের পর থেকেই নানা জল্পনা চলছিল নীরজ চোপড়াকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় অলিম্পিরে জোড়া পদকজয়ী শুটার মনু ভাকেরকে নিয়েও জল্পনা ছড়িয়েছে। এক ক্রীড়াবিদকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন নীরজ। তাঁদের এই সম্পর্ক দীর্ঘ হলেও প্রকাশ্যে আসেনি। নীরজের স্ত্রী হিমানি মোর। হরিয়ানার সোনিপতের হিমানি নিজে একজন টেনিস প্লেয়ার।
হিমানি অবশ্য থাকেন মার্কিন মুলুকে। পড়াশোনার পাশাপাশি পার্টটাইম টেনিসের কোচিংও করান। হিমানির মা টেনিস কোচ। হরিয়ানার মধ্যে নীরজ ও হিমানিকে নিয়ে আগে থেকে গুঞ্জন থাকলেও প্রেমের খবর প্রকাশ্যে আসেনি। এ দিন সোশ্যাল মিডিয়ায় বিয়ের অনুষ্ঠানের ছবি দিয়ে নতুন ইনিংসের কথা ঘোষণা করেন খোদ নীরজ চোপড়াই।
যেখানে লিখেছেন-‘পরিবারের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলাম। প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। সকলেই আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।’ নীরজের পোস্টে অনেক সেলিব্রিটিও শুভেচ্ছা জানিয়েছেন। এর মধ্যে রয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাও।