স্টাফ রিপোর্টার: চোট সমস্যায় রীতিমতো মিনি হাসপাতাল হয়ে গিয়েছে দল। পরিস্থিতি এতটাই জটিল যে নিয়মিতভাব খেলা জনা চারেক ডিফেন্ডারকে ছাড়াই গোয়া যেতে হয়েছে। পরিস্থিতি যা, তাতে প্রথম একাদশ সাজাতেই ডিফেন্সে রাখতে হচ্ছে এক উইঙ্গারকে। আবার মাঝমাঠেও দুই গুরুত্বপূর্ণ ফুটবলার নেই। সমস্যা রয়েছে ফরোয়ার্ড লাইনেও। সেখানে প্রতিপক্ষে রয়েছে মানোলো মার্কুয়েজের মতো কোচ। কিন্তু রবিবার এফসি গোয়া নয়, আপাতত নিজেদের পুরোপুরি তৈরি করাই চ্যালেঞ্জ ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো।
নতুন বছরে প্রথম দুম্যাচেই হার। সামনে রয়েছে হারের হ্যাটট্রিকের ভ্রুকুটি। সেখানে আনোয়ার আলি, হেক্টর ইউস্তে, মহম্মদ রাকিপ ও প্রভাত লাকড়া- চার ডিফেন্ডারকে ছাড়াই গোয়া গিয়েছে ইস্টবেঙ্গল। মাঝমাঠে সল ক্রেসপোর চোট, সৌভিক চক্রবর্তী নেই কার্ড সমস্যায়। ফলে জওহরলাল নেহরু স্টেডিয়ামে আর্মান্দো সাদিকু, বোরহা হেরেরা, ব্রিসন ফার্নান্ডেজদের বিরুদ্ধে লাল-হলুদের গড় আগলাবেন কে, তার জবাব খোঁজাই এখন চাপ কোচ অস্কারের। আইএসএলের সুপার সিক্সে যাওয়ার আশা ক্রমশ ধূসর হওয়ার জন্য এই চোট সমস্যাকেই দুষছেন তিনি। “এবার লিগে আমাদের শুরুটা ভালো হয়নি। তবে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে আসার পর আমরা অনেকটা সামলে নিয়েছিলাম। পরপর ম্যাচে পয়েন্টও পেয়েছি। কিন্তু তারপর ফের চোট আর কার্ডের জন্য সব ম্যাচে সম্ভাব্য সেরা একাদশকে নামাতে পারিনি আমরা,” মত লাল-হলুদ কোচের। যা খবর, নিশু কুমার, হিজাজি মাহের ও লালচুংনুঙ্গার পাশে রাইট ব্যাক হিসাবে রবিবার দেখা যাবে নন্দকুমারকে।
লাল-হলুদে সমস্যা রয়েছে অ্যাটাকিং থার্ডেও। আবার ক্লেটন সিলভার পিঠের ব্যথা ফের চাগাড় দিয়েছে। ফিটনেস সমস্যার জন্য চেনা ছন্দে নেই দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। আর নতুন বিদেশি রিচার্ড সেলিস সবে চারদিন দলের সঙ্গে অনুশীলন করেছেন। ফলে তার উপরও এখনই বাজি ধরার উপায় নেই। অস্কার নিজেই বলছিলেন, “রিচার্ড সবে এসেছে। নতুন দেশে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। তার উপর দেড় মাস ও ম্যাচ খেলেনি।” সঙ্গে অবশ্য যোগ করলেন, “অনুশীলনে ওকে দেখে ভালোই লেগেছে। ভালো প্লেয়ার। আমাদের গোল করার সমস্যা মেটাতে পারবে ও। আশা করছি, ওর সুবাদে আক্রমণে আমাদের ধার বাড়বে।” শোনা যাচ্ছে, গোয়ার বিরুদ্ধে শুরু থেকেই রিচার্ডকে দেখা যেতে পারে। অন্যদিকে, কার্ল ম্যাকহিউ ছাড়া বাকি তারকা ফুটবলারদের পাচ্ছে গোয়া। বাড়তি শাস্তি না হওয়ায় খেলতে সমস্যা নেই বোরহারও। শেষ সাক্ষাতে লাল- হলুদের প্রাক্তনীর হ্যাটট্রিকেই জিতেছিল গোয়া।