হার্দিকের সঙ্গে মিটিং গম্ভীরের! বড় কোনও দায়িত্ব দিলেন নাকি?


ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নামতে চলেছে ভারত। টি-টোয়েন্টির পর ভারত তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও খেলবে। ওডিআই সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডও ঘোষণা হয়ে গিয়েছে। সহ-অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। মনে করা হচ্ছে, রোহিত পরবর্তী অধ্যায়ের জন্য শুভমনকেই প্রস্তুত করা হচ্ছে নেতা হিসেবে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অবশ্য চমক রয়েছে। সূর্যকুমার যাদবের ডেপুটি অক্ষর প্যাটেল। ওয়ান ডে-তে হার্দিক পান্ডিয়াকে সহ অধিনায়ক চাইছিলেন গম্ভীর, এমন খবরই প্রকাশ্যে এসেছে। যদিও নির্বাচক প্রধান অজিত আগরকর এবং অধিনায়ক রোহিত শর্মার পছন্দ ছিলেন শুভমনই।

বুধবার ইডেন গার্ডেন্সে শুরু ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। অনেকেই লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে নামছেন। এ দিন থেকে ইডেনে প্রস্তুতিও শুরু করে দিয়েছে ভারতীয় দল। এর মাঝেই দেখা যায়, হার্দিক পান্ডিয়ার সঙ্গে দীর্ঘ আলোচনা গৌতম গম্ভীরের। আলোচনার বিষয়বস্তু কী হতে পারে? হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের চাওয়া প্রসঙ্গে হার্দিক পান্ডিয়াকে পরিষ্কার করে দিলেন কোচ গৌতম গম্ভীর!

সবটাই জল্পনা। এমনও হতে পারে, কাগজে কলমে সূর্য ক্যাপ্টেন এবং অক্ষর ভাইস ক্যাপ্টেন হলেও বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে হার্দিককে? দেশকে অতীতে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। তেমনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। তাঁর নেতৃত্বে ভারত একাধিক সিরিজ জিতেছে। গুজরাট টাইটান্সকে আত্মপ্রকাশেই চ্যাম্পিয়ন করেছিলেন হার্দিক পান্ডিয়া। ভারতের টি-টোয়েন্টি দলে হার্দিকের ভূমিকা যে খুবই গুরুত্বপূর্ণ, আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। তবে ইডেনে কোচ গম্ভীর ও হার্দিকের দীর্ঘ মিটিং যে তাৎপর্যপূর্ণ, বলাই যায়।

Leave a Reply