গোল মিসের খেসারতে গোয়ায় ডুবল ইস্টবেঙ্গল, অস্কার আমলেও হারের হ্যাটট্রিক লাল-হলুদের


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলে ফের হার ইস্টবেঙ্গল। অ্যাওয়ে ম্যাচে গোয়ার কাছে ১-০ গোলে হারল অস্কার ব্রুজোর দল। গোয়ার হয়ে গোল করলেন ব্রাইসন ফার্নান্দেজ। অসংখ্য গোলের সুযোগ হাতছাড়া করলেন দিয়ামান্তোকোসরা। এই নিয়ে ফের টানা তিনটি ম্যাচ হারল লাল-হলুদ বাহিনী। এর আগে কুয়াদ্রাতের আমলে লাগাতার হার সঙ্গী ছিল। অস্কার এসেও ছবিটা খুব একটা বদলাল না। ১৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১১ নম্বরেই পড়ে রইল ইস্টবেঙ্গল। 

গোয়ার ফতোরদা স্টেডিয়ামে একপ্রকার নতুন ডিফেন্স লাইন নিয়ে নামল ইস্টবেঙ্গল। আনোয়ার, ইউস্তে, রাকিপ, প্রভাত চার ডিফেন্ডার মাঠের বাইরে। অগত্যা হিজাজি-লালচুংনুঙ্গার উপর ভরসা রাখা ছাড়া আর কোনও উপায় ছিল না অস্কারের। দুজনের ফর্মই ক্রমশ পড়তির দিকে। ফলে যে ডিফেন্স এতদিন ধরে ভুগিয়েছে, এদিনও তার পার্থক্য হল না। ম্যাচের ১৩ মিনিটে মাঠের বাঁদিক থেকে লাল-হলুদের প্রাক্তনী বোরহার ক্রস ভেসে এল বক্সের মধ্যে। হিজাজি লাফালেন ঠিকই,কিন্তু বলের ধারে-কাছে পৌঁছতে পারলেন না। ফাঁকায় গোল করে গেলেন ব্রাইসন ফার্নান্দেজ।

তারপর অবশ্য মাঝমাঠের রাশ ধরার চেষ্টা করল ইস্টবেঙ্গল। দুপ্রান্ত থেকে ক্রসও ভাসালেন মহেশ-নন্দরা। কিন্তু দিয়ামান্তোকোস যেন গত বছরের ছায়া। বল কোথায় আর গোল কোথায়, বুঝতেই পারছেন না। একাধিকবার গোলের কাছে পৌঁছেও জালে বল জড়াতে পারলেন না তিনি। বরং প্রথমার্ধে গোয়ার ইকেরের শট বারে লেগে ফেরে। তার মধ্যেও কিছুটা লড়াই চালাচ্ছিলেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি রিচার্ড সেলিস। বাঁদিক থেকে পাসও বাড়াচ্ছিলেন বিষ্ণুদের উদ্দেশ্য করে। কিন্তু গোলের দেখা মেলেনি।

দ্বিতীয়ার্ধেও গোল মিসের ধারা অব্যাহত রেখেছিলেন দিয়ামান্তোকোসরা। বিষ্ণুর বাড়ানো বল পায়েই লাগাতে পারলেন না তিনি। পিছন থেকে ছুটে এসে গোল করতে পারলেন না সেলিসও। বাধ্য হয়েই ডেভিডের জায়গায় ক্লেটনকে নামালেন অস্কার। গোয়ার বক্সে একের পর এক আক্রমণও শানাল ইস্টবেঙ্গল। তার মধ্যে গোলকিপারকে একা পেয়ে গোল করতে ব্যর্থ হলেন সেলিস। আবার উলটো দিকে ৭৪ মিনিটে সাদিকু ফাঁকা গোল মিস না করলে ম্যাচ তখনই শেষ হয়ে যায়। তারপরও সুযোগ পেয়েছিলেন দিয়ামান্তোকোস। আর এবারও কাজে লাগাতে পারলেন না।

৯০ মিনিটের পর আচমকাই উত্তপ্ত হয়ে যায় পরিস্থিতি। প্রায় কুস্তির ধরনে হিজাজিকে প্যাঁচ মারলেন তিনি। লাল কার্ডও দেখলেন। শেষের তিন-চার মিনিট গোয়া ১০ জনে খেললেও ফায়দা তুলতে পারেনি ইস্টবেঙ্গল।

Leave a Reply