জামশেদপুরের কাছে আটকেও আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ, চেন্নাইয়িন ম্যাচে নামবেন সামাদ-আশিক?


স্টাফ রিপোর্টার: জামশেদপুর ম্যাচে চোটের জন্য সাহাল আবদুল সামাদ ও আশিক কুরুনিয়ানকে নিয়ে যেতে পারেনি মোহনবাগান। মঙ্গলবার সামনে চেন্নাইয়িন এফসি। এই ম্যাচে সামাদ ও আশিককে ফিট করানোর চেষ্টা চলছে। পুরোপুরি ফিট না হলে চেন্নাইয়িন ম্যাচেও মোহনবাগানকে খেলতে হবে তাঁদের ছাড়াই।

জামশেদপুর এফসি ম্যাচে একাধিক গোল মিসের সুবাদে জেতা ম্যাচ হাতছাড়া করলেও খুব হতাশ নন মোহনবাগান কোচ হোসে মোলিনা। বরং জামশেদপুর এফসি ম্যাচটাকেই মরশুমের সেরা ম্যাচ হিসাবে দেখছেন মোহনবাগান কোচ। তিনি বলছেন, “জামশেদপুর থেকে ফেরার পরই ছেলেদের সঙ্গে বৈঠকে বসার সুযোগ হয়েছিল। ওদের জন্য সত্যি গর্ব হচ্ছে। আমার মতে এটাই ছিল মরশুমের সেরা ম্যাচ। এটা ঠিক যে আমরা প্রচুর সুযোগ পেয়েও গোল করতে পারিনি। কিন্তু এই পারফরম্যান্স আমাকে খুশি করেছে। আমি চিন্তিত হতাম তখনই, যদি আমার স্ট্রাইকাররা গোলের সুযোগ তৈরি না করতে পারত।”

মঙ্গলবার কার্ড সমস্যার জন্য প্রতিপক্ষ রিজার্ভ বেঞ্চে থাকবেন না চেন্নাইয়িন এফসির কোচ আওয়েন কোলে। যদিও চেন্নাইয়িন কোচ বেঞ্চে না থাকা নিয়ে মাথা ঘামাতে চান না মোলিনা। মাথায় রাখছেন চেন্নাইয়ের আবহাওয়াকেও। জামশেদপুর ম্যাচে দ্বিতীয়ার্ধের কুড়ি মিনিট প্রতিপক্ষ খেলার সুযোগ পেয়েছে বলেও খুব একটা চিন্তিত নন মোলিনা। তথ্য দিয়ে তিনি বলছেন, জামশেদপুর মাত্র একটি সুযোগ পেয়েছে সারা ম্যাচে। সেটাই কাজে লাগিয়ে গোল পেয়েছে। ফুটবলে ৯০ মিনিট দাপট দেখানো সম্ভব নয়। তা বলে দলের ডিফেন্স নিয়েও চিন্তিত নন মোহনবাগান কোচ।

লিগ টেবলে দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে পয়েন্টের ব্যবধান যথেষ্ট থাকার জন্যই কি জেমি ম্যাকলারেনরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যাচ্ছেন? যদিও লিস্টনদের অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার জায়গা নেই বলেও মনে করছেন কোচ। এদিকে রবিবার বিকেলে সল্টলেক সংলগ্ন দত্তাবাদে ছোটদের সঙ্গে নিজের ছেলেকে নিয়ে স্ট্রিট ফুটবল খেললেন দিমিত্রি পেত্রাতোস। চেন্নাইয়িন এফসি গত ম্যাচে মহামেডানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।

Leave a Reply