লখনউয়ের মসনদে পন্থই, নতুন অধিনায়ককে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণীও করলেন গোয়েঙ্কা


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা ছিলই। আর সেটাই বাস্তব হল। লখনউ সুপার জায়ান্টসের নতুন অধিনায়ক হলেন ঋষভ পন্থ। তাঁকে পাশে বসিয়ে ঘোষণা করে দিলেন এলএসজি-র মালিক সঞ্জীব গোয়েঙ্কা। শুধু ঘোষণা নয়, জানিয়ে দিলেন আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হবেন পন্থ।

ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটারকে রিটেন করেনি দিল্লি। নিলামে অবশ্য ঝাঁপিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত রেকর্ড ২৭ কোটি টাকায় তাঁকে তুলে নেয় লখনউ সুপার জায়ান্টস। যে অর্থ নিলামে আর কখনও কেউ পায়নি। এর আগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন। এবার লখনউয়ের অধিনায়ক হয়েই তিনি জানিয়ে দিলেন, দলের জন্য ২০০ শতাংশ দিতে তৈরি।

লখনউয়ের আগের অধিনায়ক ছিলেন কেএল রাহুল। তাঁর আমলে আইপিএল জেতা হয়নি। বরং গত মরশুমে চর্চায় এসেছিল রাহুল ও গোয়েঙ্কার বিবাদ। অন্যদিকে দিল্লি ছাড়েন ঋষভ। দিল্লির মসনদ ছেড়ে এখন তিনি লখনউয়ের নবাব। রেকর্ড ২৭ কোটি টাকায় তাঁকে কেনার পরই একপ্রকার পরিষ্কার হয়ে যায় যে, পন্থকেই অধিনায়ক করা হবে। এদিন সেটাতে শিলমোহর পড়ল।

পন্থকে নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার সাফ বক্তব্য, “পন্থের মধ্যে সহজাত নেতৃত্ব রয়েছে। এখন সবাই বলে, রোহিত আর মাহি (মহেন্দ্র সিং ধোনি) আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। কিন্তু আমার কথা লিখে রাখুন। ১০ বছর পর সবাই বলবে, রোহিত ও ঋষভ আইপিএলের সেরা অধিনায়ক।” অন্যদিকে পন্থেরও বক্তব্য, “২০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব। সিনিয়রদের থেকে অনেক কিছু শিখেছি। রোহিত ভাই শিখিয়েছে, কীভাবে সতীর্থদের পাশে দাঁড়াতে। পারফরম্যান্স যাবে-আসবে। কিন্তু আসল কথা হল, শেষ পর্যন্ত লড়াই করব।”

Leave a Reply