আলাপন সাহা: টেস্টে ক্রিকেটারদের ফর্মে ফেরাতে ঘরোয়া ক্রিকেটকেই নতুন করে হাতিয়ার করেছে ভারতীয় বোর্ড। আর সেই ‘নিদান’ মেনে রনজি ট্রফিতে একে একে ঢুকে পড়েছে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, ঋষভ পন্থের মতো ভারতীয় দলের প্রথম সারির তারকার নাম। কিন্তু শনিবার আচমকাই শোনা যায় রনজির বাইশ গজে নামা হচ্ছে না কোহলির। কারণ চোট! তবে সোমবার যাবতীয় ধোঁয়াশার ইতি। ১৩ বছর পর ঘরোয়া জার্সিতে আবারও দেখা যাবে ‘বিরাট’ ব্যাট। রেলের বিরুদ্ধে নামছেন তিনি।
বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের হতশ্রী পারফরম্যান্সের পরে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর সিনিয়র ক্রিকেটারদের উদ্দেশে বলেছিলেন, নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। সেই মর্মে গত বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে বিসিসিআই। সাফ জানিয়ে দেওয়া হয়, জাতীয় দলের ক্রিকেটারদের নিয়মিত ঘরোয়া ক্রিকেটে নামতে হবে। এরপরই দিল্লি থেকে রনজি ট্রফির যে প্রাথমিক দল ঘোষণা করা হয়, সেখানে বিরাট ও ঋষভের নাম ছিল। এরপরই দিল্লি থেকে রনজি ট্রফির যে প্রাথমিক দল ঘোষণা করা হয়, সেখানে বিরাট ও ঋষভের নাম ছিল। ঋষভ খেলবেন বলে জানা গেলেও হঠাৎই কোহলির ম্যাচে নামা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। শোনা যায়, তিনি নাকি চোট পেয়েছেন। কিন্তু কোথায় কীভাবে চোট, তা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে সূত্রের খবর, ফিটই আছেন প্রাক্তন ভারত অধিনায়ক। আগামী ৩০ জানুয়ারি রেলের বিরুদ্ধে রনজি ট্রফির ম্যাচে দিল্লির হয়ে নামবেন তিনি। ইতিমধ্যেই নাকি সেই ম্যাচের প্রস্তুতিও শুরু করে দিয়েছে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন।
আগামী ২৩ জানুয়ারি সৌরাষ্ট্রের বিরুদ্ধে রনজি ম্যাচ দিল্লির। ম্যাচের আগে দুটি প্র্যাকটিস সেশন করবে দল। সেই ম্যাচে বিরাট খেলবেন না। তবে যা খবর, রেলের বিরুদ্ধে কোহলির খেলা কার্যত নিশ্চিত। উল্লেখ্য, এদিনই ১৭ জনের দল ঘোষণা করেছে মুম্বই। যেখানে নাম রয়েছে রোহিত ও যশস্বীর। ২৩ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলবেন দুজনই। আর কোহলি ৩০ জানুয়ারি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));