‘চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই ফিরব’, ঐতিহ্যের ওয়াংখেড়েতে দাঁড়িয়ে শপথ রোহিতের


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র একমাস। তারপরই শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির যুদ্ধ। টেস্ট ক্রিকেটে যত দুরবস্থাই থাক না কেন, চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতেই ফিরে আসবে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে হুঙ্কার দিয়ে রাখলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

মুম্বইয়ের এই স্টেডিয়ামেই ২০১১-র বিশ্বজয়। বহু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ওয়াংখেড়ে। তার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ছিল চাঁদের হাট। শচীন তেণ্ডুলকর, সুনীল গাভাসকর থেকে রবি শাস্ত্রী, অজিঙ্ক রাহানে, কে নেই সেখানে। আর মঞ্চের মাঝে আলো করে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। সুদৃশ্য ট্রফিকে সামনে রেখে ছবিও তোলেন ক্রিকেটাররা। গাভাসকর রোহিতকে আমন্ত্রণ জানান, ট্রফির কাছে এসে ছবি তুলতে। কিন্তু হিটম্যান নিজে পিছনে সরে এসে বর্ষীয়ান তারকাদের সামনে এগিয়ে দেন।

কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আশা নিয়ে পিছিয়ে আসতে রাজি নন রোহিত। সেই প্রসঙ্গে খেললেন একেবারে সোজা ব্যাটে। তাঁর বক্তব্য, “আমরা আরও একটা প্রতিযোগিতায় নামতে চলেছি। আমি নিশ্চিত যখন আমরা দুবাইয়ে পৌঁছব, তখন ১৪০ কোটি ভারতীয়র শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়াংখেড়েতে নিয়ে আসার জন্য আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করব।” সঙ্গে সঙ্গে উত্তাল হয়ে ওঠে গোটা ওয়াংখেড়ে স্টেডিয়াম।

উল্লেখ্য, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই স্টেডিয়ামেই রাজকীয় সংবর্ধনা পেয়েছিলেন রোহিত-বিরাটরা। সেই প্রসঙ্গ তুলে রোহিত বলেন, “বিশ্বকাপ জয়ের পর আমাদের দিল্লিতে আসার কথা ছিল। কিন্তু তারপর কোথায় যাব কেউ জানত না। কিন্তু আমি চেয়েছিলাম বিশ্বকাপ ট্রফি নিয়ে ওয়াংখেড়েতে আসতে। এর আগে ২০০৭ ও ২০১১ বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনও এখানেই হয়েছিল।” এবারও কি সেই স্বপ্নপূরণ হবে? ২০১৩ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। একযুগ অপেক্ষার অবসান কি হবে রোহিতদের হাত ধরে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ




Leave a Reply