সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে সঞ্জু স্যামসনের বাদ পড়া নিয়ে ফের বিতর্ক। আরও একবার প্রকাশ্যে বিস্ফোরণ ঘটালেন ক্রিকেটারের বাবা। সঞ্জুর বাবা বিশ্বনাথ স্যামসনের দাবি, কেরল ক্রিকেট সংস্থার জন্যই বাদ পড়েছেন তাঁর ছেলে। কেসিএ’র কিছু কর্তা ক্রিকেটটাকে বিষাক্ত করে দিয়েছে। তারই ফলশ্রুতিতে বাদ পড়তে হয়েছে সঞ্জুকে।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। তাঁর বদলে দুই উইকেটরক্ষক হিসাবে জায়গা পেয়েছেন ঋষভ পন্থ এবং কেএল রাহুল। অথচ সঞ্জু স্যামসন সাদা বলের ক্রিকেটে ভালো ফর্মে ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তাহলে কেন বাদ দেওয়া হল সঞ্জুকে? একটা মহলের ব্যাখ্যা বোর্ডের নির্দেশ মেনে বিজয় হাজারে ট্রফিতে না খেলার কারণেই সঞ্জুর কথা ভাবেননি নির্বাচকরা।
সঞ্জু কেন বিজয় হাজারে খেললেন না তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। সঞ্জুর শিবিরের দাবি, তিনি ঘরোয়া ক্রিকেটের ওই টুর্নামেন্ট খেলতে চেয়েছিলেন। কিন্তু বিজয় হাজারের আগে রাজ্য দলের অনুশীলন শিবিরে অংশ নিতে পারবেন না বলে কেরল ক্রিকেট সংস্থাকে জানিয়েছিলেন। সেকারণে তাঁকে আর দলেই রাখা হয়নি। অন্যদিকে কেরল ক্রিকেট সংস্থার কর্তা জয়েশ জর্জ আবার উলটো কথা বলছেন। তাঁর বক্তব্য, “সঞ্জু বিজয় হজারেতে যা করছে সেটা ঠিক নয়। এক লাইনের বার্তা পাঠিয়ে জানিয়েছে ও খেলতে পারবে না।” সঞ্জুর বাদ পড়ার নেপথ্যে তাঁর নিজের অবাধ্যতাকেই দায়ী করছেন রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা।
স্যামসনের বাবা এবার এ নিয়ে মুখ খুললেন। তাঁর বক্তব্য, “কেরল ক্রিকেট সংস্থার কিছু কর্তা আমার ছেলেকে একদম পছন্দ করে না। এতদিন কিছু বলিনি। কিন্তু এ বার বিষয়টা সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে। সঞ্জু একা প্রস্তুতি শিবিরে যায়নি তেমনটা নয়। আরও অনেকে যায়নি। তাদের খেলতে দেওয়া হয়েছে।” তাঁর সাফ কথা, “কেসিএ’র কিছু কর্তা ক্রিকেটটাকে বিষাক্ত করে দিয়েছে। সেকারণেই বাদ পড়তে হচ্ছে সঞ্জুকে। আমরা খেলোয়াড়, খেলা নিয়ে ব্যবসা করতে চাই না। আমাদের খেলার সুযোগ করে দেওয়া হোক।” অবশ্য এই প্রথম নয়, সঞ্জুর বাদ পড়া নিয়ে আগেও বিস্ফোরণ ঘটিয়েছেন বিশ্বনাথ স্যামসন। সেবার একযোগে বিঁধেছিলেন ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মাদের।