‘শেয়ার না পেলে আর বিনিয়োগ নয়’, শ্রাচীর সিদ্ধান্তে মরশুমের মাঝপথে বিপাকে মহামেডান


প্রসূন বিশ্বাস: আরও সমস্যায় পড়ল মহামেডান। মঙ্গলবার সাদা-কালো ব্রিগেডের অন্যতম স্পনসর শ্রাচী স্পোর্টস জানিয়ে দিল, আপাতত ক্লাবে তাদের বিনিয়োগ স্থগিত। কারণ ক্লাবের সঙ্গে ‘মউ’য়ের মেয়াদ ফুরিয়েছে। তাছাড়া প্রতিশ্রুতি সত্ত্বেও শ্রাচীকে কোনও শেয়ার দেওয়া হয়নি। এহেন পরিস্থিতিতে বিনিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল শ্রাচী স্পোর্টস। 

প্রথমবার আইএসএল খেলতে নেমে ইতিমধ্যেই নানা সমস্যায় জর্জরিত মহামেডান। বেতন বকেয়া রয়েছে, এই দাবি করে অনুশীলনে আসছেন না অ্যালেক্সিসরা। আগামী শুক্রবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে সাদা-কালো ব্রিগেডের। কিন্ত তার আগে সোমবার মাত্র পাঁচজন ফুটবলার এসেছিলেন অনুশীলনে, যাঁদের এবছর ট্রান্সফার উইন্ডোতে দলে নেওয়া হয়েছিল। যদিও ইনভেস্টরদের দাবি, ফুটবলারদের খুব বেশি বেতন বকেয়া নেই। 

এহেন পরিস্থিতিতে মহামেডানের সমস্যা আরও বাড়াল ইনভেস্টর শ্রাচী। মঙ্গলবার তাদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘মউ’ চুক্তির ভিত্তিতে চুক্তির ৫০ শতাংশেরও বেশি অর্থ দিয়ে দিয়েছে শ্রাচী গ্রুপ। এরপরেও তাদের কোনও শেয়ার সরকারিভাবে হস্তান্তর করা হয়নি। শ্রাচী মনে করছে, ‘মউ’ চুক্তির সময়সীমাও শেষ। ফলে বাকি টাকা দেওয়ার জন‍্য ক্লাবের কাছে শ্রাচীর আর কোনও দায়বদ্ধতা নেই। যার অর্থ, মহামেডান-শ্রাচী সম্পর্ক মোটামুটিভাবে শেষ। ফলে আইএসএলের বাকি থাকা ম‍্যাচগুলি মহামেডান কী ভাবে খেলবে, সেই নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 

জানা গিয়েছে, মঙ্গলবারই মহামেডান কর্তাদের সঙ্গে শ্রাচী স্পোর্টস এবং বাঙ্কারহিলের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। শ্রাচীর তরফে বার্তা দেওয়া হয়েছে, যাবতীয় জটিলতা কাটিয়ে স্বাভাবিকভাবে কাজ করতে আগ্রহী তারা। কিন্তু তার আগে শান্তিপূর্ণভাবে সমস্যা মেটাতে হবে। জটিলতা আদৌ কাটবে কিনা, সংশয় থেকেই যাচ্ছে। 

Leave a Reply