কলকাতার ইডেন গার্ডেন্স। প্লেয়ার গৌতম গম্ভীরের কাছে সব সময়ই বিশেষ অনুভূতির জায়গা হয়ে দাঁড়িয়েছে। বা বলা ভালো তাঁকে নানা হতাশা থেকে মুক্তি দিয়েছে ঐতিহ্যের ইডেন। জাতীয় দলের হয়ে স্মরণীয় কিছু ইনিংস রয়েছে। তেমনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দু-বার কেকেআরকে চ্যাম্পিয়ন করেছেন ক্যাপ্টেন গৌতম গম্ভীর। যার ভিত গড়ে দিয়েছিল এই ইডেন গার্ডেন্সই। শুধুই কি প্লেয়ার হিসেবে?
গৌতম গম্ভীরের কোচিংয়ে প্রবেশ লখনউ সুপার জায়ান্টস দিয়ে। আইপিএলে ২০২২ সালে আত্মপ্রকাশ নতুন ফ্র্যাঞ্চাইজি সুপার জায়ান্টসের। মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। প্রথম দুই সংস্করণেই প্লে-অফে জায়গা করে নিয়েছিল লখনউ। কিন্তু ট্রফি না এলে দাম নেই। তাঁর কোচিং কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠতে পারত। রক্ষাকর্তা হয়ে দাঁড়াল সেই কলকাতাই। নাইট রাইডার্সে মেন্টর হিসেবে যোগ দিলেন, টিম চ্যাম্পিয়ন হল, আর জাতীয় দলের কোচ হলেন গৌতম গম্ভীর। আবারও যেন শূন্যতে দাঁড়িয়ে। একাধিক প্রশ্ন উঠছে তাঁকে নিয়ে। তেমনই অনেক প্লেয়ারের অস্বস্তির কারণও। গদি টলমল। গম্ভীর যেন ফিনিক্স হতে চাইছেন। ভরসা সেই ইডেন।
এই মাঠে যেন হারিয়ে যান গৌতম গম্ভীর। হয়তো অনেক স্মৃতি মনে পড়ে। বুধ-সন্ধ্যায় ইডেনে ভারত-ইংল্য়ান্ড টি-টোয়েন্টি ম্যাচ। তার আগের দিন মূলত হালকা ট্রেনিংয়েই দেখা গেল ভারতীয় দলকে। রবি-সোম পরপর দু-দিন জোরালো প্রস্তুতি সেরেছে ভারতীয় দল। গৌতম গম্ভীরকে অনেক বেশি তৎপর দেখিয়েছে। মঙ্গলবার অ্যাকশনের চেয়ে পরিকল্পনা গড়ায় বেশি মন দিলেন। কখনও ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের সঙ্গে কথা বলতে দেখা গেল, আবার কখনও দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে।
এই খবরটিও পড়ুন
ইডেনে প্রথম বার এসেছেন তা নয়। কখনও এমন ভাবে ইতি-উতি ঘুরলেন, যেন প্রথম বার ইডেনে। ভারতীয় দলে তাঁর কোচিং কেরিয়ারের শুরুটা মন্দ হয়নি। শ্রীলঙ্কায় প্রথম টি-টোয়েন্টি সিরিজেই জয়। ধামাকায় হয়েছিল শুরু। কিন্তু গুরু গম্ভীরের পতন শুরু ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। টেস্ট সিরিজে ক্লিনসুইপ। তাঁর স্পিন ট্র্যাকের পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠেছিল। এর অস্ট্রেলিয়ায় পারথ টেস্টে দুর্দান্ত জয়। সিরিজের শুরুতেই জয় পাওয়ায় প্রত্যাশা বাড়ছিল। যদিও শেষটা ভালো হয়নি। ১-৩ ব্যবধানে হার।
ইংল্যান্ড সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফল ভালো না হলে? পারফরম্যান্স ভালো না হলে ভারতীয় দলের সুপারস্টার ক্রিকেটাররা যেমন বাতিলের খাতায় চলে যেতে পারেন, একই পরিস্থিতি হতে পারে গৌতম গম্ভীরেরও। ইডেন তাঁকে খালি হাতে ফেরায়নি। হতে পারে এ বারও ইডেন থেকেই ফিনিক্স হয়ে উঠবেন গৌতম গম্ভীর!
ভারত বনাম ইংল্যান্ড, সন্ধে ৭টা, স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচার