কলকাতা: তাঁর মতো বিস্ফোরক ব্যাটার খুব কমই জন্ম নিয়েছে ক্রিকেটে। তাঁর মতো টিমম্যানও। তাঁর মতো বোদ্ধাও খুব একটা দেখেনি ক্রিকেট। সেই তিনিই কি না আবার অবসর ভেঙে ফিরছেন ক্রিকেটে! আইপিএলের আগে এই খবর রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে। হবে নাই বা কেন, তিনি যে এবি ডে ভিলিয়ার্স। দেশের হয়ে খেলা ছেড়েছিলেন আগেই। ২০২১ সালে পুরোপুরি ক্রিকেট থেকে সরে যান। পরিবারকে সময় দেওয়ার জন্য। এবিডিকে আবার দেখা যাবে ক্রিকেটে। ৪ বছর পর অবসর ভেঙে ফিরছেন সর্বকালের অন্যতম সেরা প্রোটিয়া ক্রিকেটার।
এবিডির অবসর ভেঙে ফেরার খবর তাঁর ভক্তদের নিশ্চিত ভাবেই আগ্রহী করে তুলবে। আরসিবির হয়ে দীর্ঘদিন খেলা এবিডি কি আবার বিরাটের পাশে খেলবেন? না সেই সম্ভাবনা নেই। কারণ সিরিয়াস ক্রিকেটে আর দেখা যাবে না তাঁকে। ক্রিকেটের মজা নিতে পারবেন, এমন কোনও লিগ খেলতে চান। লেজেন্ডস ক্রিকেট লিগের মতো টুর্নামেন্টে দেখা যেতে পারে তাঁকে। যেখানে চাপ থাকবে না, কিন্তু ক্রিকেটের আনন্দ থাকবে। এবিডি কেন হঠাৎ অবসর ভেঙে ফেরার কথা ভাবতে শুরু করেছেন? ছেলে-মেয়েদের চাপেই কিছুটা সিদ্ধান্ত বদল করতে চাইছেন। তাঁর তিন সন্তান— আব্রাহাম, জন ও ইয়েন্টে।
ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি, সেঞ্চুরি, দেড়শো রানের বিশ্বরেকর্ড আজও তাঁর দখলে। ৪০ বছরের এবিডি বলেছেন, ‘নিশ্চিত ভাবে বলতে পারছি না, তবে ক্রিকেট আবার খেলব। আমার ছেলে-মেয়েরা ক্রিকেটে ফেরার জন্য চাপ দিচ্ছে। ওদের সঙ্গেই আবার নেটে যাব। হয়তো কিছুটা আনন্দদায়ক ক্রিকেট খুব শিগগিরই খেলব। তবে একটা ব্যাপার পরিষ্কার করে দিতে চাই। আইপিএলের মতো সিরিয়াস ক্রিকেট খেলব না।’
এবিডির অবশ্য ক্রিকেটে ফেরার ক্ষেত্রে অন্য একটা সমস্যা প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা দেখা দিয়েছে তাঁর। একটা চোখে একটু ঝাপসাও দেখছেন। এবিডির কথায়, ‘ডান চোখটা ঠিকঠাক কাজ করছে। তবে এই ক্রিকেটে ফেরাটা আমি বাচ্চাদের জন্যই করতে চাইছি। আরসিবি নিয়ে ভাবছি না মোটেও। কারণ চাপটা আর নিতে চাই না। যেখানেই খেলি না কেন, মজাটা যেন অনুভব করতে পারি।