সেই ২০০৮ সাল। শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে ট্রফি জিতেছে। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঝুলি শূন্য। অন্য় অনেক দলই যেমন দিল্লি এবং পঞ্জাবও কোনওদিন আইপিএল জেতেনি। তবে পার্থক্যটা হল, রয়্যাল চ্য়ালেঞ্জার্স বরাবরই তারকা সমৃদ্ধ দল গড়ে। দেশ বিদেশের সুপারস্টাররা এই দলে খেলেন। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি রয়েছেন। এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকারা খেলেছেন। তার আগে রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, ডেল স্টেইনদের কথাও ভুললে চলবে না। কিন্তু ট্রফির স্বপ্ন আজও অধরা। সেই স্বপ্ন কি পূরণ হবে?
আইপিএল জিততে না পারলেও উইমেন্স প্রিমিয়ার লিগে সাফল্য় পেয়েছে আরসিবি। স্মৃতি মান্ধানার নেতৃত্বে গত মরসুমে উইমেন্স প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু বিরাটদের অপেক্ষা মেটেনি। আসন্ন আইপিএলের জন্যও তারকা সমৃদ্ধ দল গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রার্থনা সেই ট্রফির। আর এর জন্য মহাকুম্ভে মহাকাণ্ড রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকের। তারপর অবশ্য বকুনিও খেতে হয়েছে।
উত্তর প্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। দেশ-বিদেশের লাখো পুণ্যার্থী রয়েছেন। সাধু-সন্ন্যাসীরাও। প্রায় এক মাস চলবে এই মেলা। ট্রফির প্রার্থনায় আরসিবির এক সমর্থক টিমের জার্সিকে মহাকুম্ভে গঙ্গাস্নান করান। ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো পোস্টও করা হয়। সেই আরসিবি ফ্যানের সঙ্গে জার্সি ধরে দাঁড়িয়েছিলেন এক সাধুও।
ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অবশ্য নানা জনের নানা মত। কেউ বা লিখেছেন, এরকম বোকার মতো কাজের জন্য এই জায়গা নয়, এমন না করাটাই শ্রেয় ছিল। কেউ আবার মজা করেছেন, ‘এ বার তা হলে আরসিবি আইপিএল জিতছে?’ আবার একজন লিখেছেন, ‘শুধু জার্সি কেন, প্রত্যেকটা প্লেয়ারকেও এ ভাবেই গঙ্গায় ডুব দেওয়ানো উচিত।’