গম্ভীরের ‘সন্দেশ’, রিঙ্কুর অনবদ্য ক্যাচে রেকর্ডে অর্শদীপ সিং


ইডেন গার্ডেন্সে চলছে ভারত-ইংল্য়ান্ড প্রথম টি-টোয়েন্টি। পাঁচ ম্যাচের সিরিজ। প্রথম ম্যাচে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। যদিও তাঁর কম্বিনেশন বাছাই নিয়ে বেশ ধোঁয়াশা রইল। স্পেশালিস্ট পেসার হিসেবে একমাত্র অর্শদীপ সিং। সঙ্গে রয়েছেন হার্দিক পান্ডিয়া ও নীতীশ কুমার রেড্ডির মতো মিডিয়াম পেসার অলরাউন্ডার। ভারতকে পাওয়ার প্লে-তে সাফল্য দিলেন অর্শদীপ সিংই। সঙ্গে রেকর্ড বুকেও নাম লেখালেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের সর্বাধিক উইকেট ছিল যুজবেন্দ্র চাহালের দখলে। দেশের জার্সিতে ৯৬টি উইকেট নিয়েছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। তাঁর ব্যক্তিগত জীবেন যেমন দোলাচলে তেমনই জাতীয় দলে সুযোগও। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও এক ম্যাচেও খেলানো হয়নি চাহালকে। এ দিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেটের নিরিখে তাঁকে ছাপিয়ে গেলেন বাঁ হাতি পেসার অর্শদীপ সিং।

ইনিংসের তৃতীয় ডেলিভারিতেই ইংল্য়ান্ডের ডান হাতি ওপেনার ফিল সল্টকে ফেরান অর্শদীপ সিং। নিজের স্পেলের দ্বিতীয় ওভারেই আরও একটা উইকেট। আর এতেই উইকেট। অর্শদীপের ডেলিভারি লেগ সাইডে খেলতে চেয়েছিলেন বাঁ হাতি ওপেনার বেন ডাকেট। যদিও ব্য়াটে ঠিক ঠাক লাগেনি। বল যায় অফ সাইডে। পিছন দিকে অনেকটা দৌড়ে দুর্দান্ত একটা ক্যাচ নেন রিঙ্কু সিং। এর সৌজন্যেই কেরিয়ারের ৯৭ তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট অর্শদীপের।

ওভারের মাঝেই হর্ষিত রানাকে ‘সন্দেশ’ দিয়ে পাঠিয়েছিলেন হেড কোচ গৌতম গম্ভীর। এরপরই উইকেট। যদিও গম্ভীরের দ্বিতীয় বার্তা অবশ্য ভারতের ঝুঁকি বাড়াল। অর্শদীপকে পাওয়ার প্লে-তেই তিন ওভার বোলিং করানো হয়। জস বাটলারের জন্যই এমন সিদ্ধান্ত। যদিও বাটলার ক্রিজে থাকায় এ বার স্লগ ওভার বোলিং নিয়ে চাপ বাড়ল স্কাইয়ের।



Leave a Reply