ঘূর্ণির দাপটে দিশেহারা ইংল্যান্ড, ইডেনে সহজ জয় ভারতের


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ শামির কামব্যাকের মঞ্চ হল না ইডেন গার্ডেন্স। কিন্তু সেখানে দাপুটে পারফরম্যান্সে ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারত। টেস্টে লাগাতার হারের পর কোচ গৌতম গম্ভীরের মুখেও হাসি ফুটল প্রিয় ইডেনে নেমে। ইতিহাস গড়লেন অর্শদীপ সিং। বরুণ চক্রবর্তীর ঘূর্ণির পর অভিষেক শর্মার ঝোড়ো ইনিংসে ম্যাচ জিতল ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল মেন ইন ব্লু।

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু প্রথমেই সকলকে চমকে দেয় ভারতের প্রথম একাদশ। চোট সারিয়ে দলে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে পারলেন না শামি। তাঁর পরিবর্তে ভরসা রাখা হয় তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির উপর। দলে রাখা হয় তিন স্পিনারকে।

Leave a Reply