প্রিয় ইডেনে নয়া নজিরের সামনে শামি, বুধেই বসতে পারেন কপিল দেবদের সঙ্গে একাসনে


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবারের ইডেনেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। প্রায় ১৪ মাস পর জাতীয় দলের জার্সিতে ফিরতে চলেছেন মহম্মদ শামি। মাঝে চোট-আঘাতে কেটেছে দীর্ঘদিন। প্রত্যাবর্তনের লড়াই থেকে কখনও সরে আসেননি। আর কামব্যাকের ম্যাচেই নতুন নজিরের সামনে মহম্মদ শামি।

২০২৩-র বিশ্বকাপে ভারতের জার্সিতে শেষবার নেমেছিলেন। তারপর দীর্ঘ চোট সারিয়ে মাঠে ফিরেছেন। রনজি ট্রফি বা বিজয় হাজারে ট্রফির একাধিক ম্যাচে ভালো পারফর্ম করেছেন। কিন্তু জাতীয় দলের দরজা খোলেনি। হাল না ছেড়ে লাগাতার পরিশ্রম করে গিয়েছেন বঙ্গ পেসার। অবশেষে জাতীয় দল কামব্যাক। ইংল্যান্ড সফর এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেয়েছেন তারকা পেসার।

প্রিয় ইডেনে তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় ভক্তরা। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই নতুন নজিরের সুযোগ তাঁর সামনে। আন্তর্জাতিক ক্রিকেটে শামির উইকেট সংখ্যা ৪৪৮। তার জন্য নিয়েছেন মাত্র ১৮৮টি ম্যাচ। ইকোনমি রেট ৪.১২। অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে যদি আর দুটি উইকেট তুলতে পারেন, তাহলে ঢুকে পড়বেন ৪৫০-র ঘরে। ভারতীয় ক্রিকেটে চতুর্থ পেসার হিসেবে ৪৫০টি উইকেট শিকারী হবেন তিনি।

ভারতীয় পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট রয়েছে কপিল দেবের। তাঁর উইকেট সংখ্যা ৬৮৭। তার পরেই আছেন জাহির খান (৫৯৭) ও জাভাগল শ্রীনাথ (৫৫১)। যদিও ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তুলেছেন অনিল কুম্বলে। তাঁর মোট উইকেট ৯৫৩। তার পর রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (৭৬৫), হরভজন সিং (৭০৭) ও রবীন্দ্র জাদেজা (৫৯৭)।

Leave a Reply