শুধু গৌতম গম্ভীর, ফিল সল্ট কিংবা বরুণ চক্রবর্তী বা রিঙ্কু সিং নয়। ইডেন গার্ডেন্স কিন্তু সূর্যকুমার যাদবের কাছেও প্রিয়। হবে নাই বা কেন। আইপিএলে কেরিয়ারের শুরুর দিকে তিনিও যে এই শহরের ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন। তাঁকে দ্রুতই ভাইস ক্যাপ্টেনও নিয়োগ করেছিল কেকেআর। পরে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন সূর্য। কলকাতা ফ্র্যাঞ্চাইজি থেকেই তাঁর স্কাই নামকরণ। গৌতম গম্ভীরের অন্যতম প্রিয়পাত্র সূর্যকুমার যাদব ইডেন গার্ডেন্সে ভারতের ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচ খেললেন। দল জিতলেও সূর্যর ব্যাট চলল না। কী বললেন ম্যাচ জিতে?
টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতের টার্গেট ছিল মাত্র ১৩৩। সঞ্জু স্যামসন শুরুটা দুর্দান্ত করলেও বড় ইনিংস আসেনি। ডান হাতি ব্যাটার আউট হওয়ায় ক্যাপ্টেন সূর্যই তিনে নামেন। কিন্তু তিন বলে শূন্যতেই ফেরেন। ভারতীয় দল অবশ্য সহজেই জিতেছে। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে। সূর্যকুমার যাদব বলছেন, ‘টস জেতার পরই আমাদের মধ্যে যে এনার্জিটা তৈরি হয়েছিল, সেখান থেকেই আত্মবিশ্বাসে ভরপুর ছিলাম।’
এই খবরটিও পড়ুন
অভিষেক শর্মা বিধ্বংসী ইনিংস খেলেন। এটা যেমন প্রশংসনীয় তেমনই বোলারদের পারফরম্যান্স ভুললে চলবে না। সূর্য বলছেন, ‘বোলিং নিয়ে আমাদের কিছু পরিকল্পনা ছিল। ওরা সেই প্ল্যানগুলো দারুণ কাজে লাগিয়েছে। আর ব্যাটিংটা বাড়তি পাওয়া। দক্ষিণ আফ্রিকাতেও আমরা এমন করেছিলাম। হার্দিক নতুন বলের দায়িত্ব নেওয়ায় বাড়তি স্পিনার খেলানোর সুযোগ পেয়েছি। বরুণ দুর্দান্ত খেলেছে, অর্শদীপ বাড়তি দায়িত্ব নিয়েছে। ফিল্ডিংয়ের দিক থেকে আমাদের আরও ভালো হতে হবে। দুটো দুর্দান্ত ক্যাচ হলেও হাফচান্সগুলোও যাতে কাজে লাগানো যায়, আরও ভালো ফিল্ডিং করতে হবে।’