সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ডামাডোল যেন শেষ হওয়ার নাম নিচ্ছে না। হাইব্রিড মডেলের বিতর্কের উত্তর মিলেছে ঠিকই, কিন্তু এবার শুরু হয়েছে জার্সি বিতর্ক। রোহিতদের জার্সিতে লেখা যাবে না আয়োজক দেশ ‘পাকিস্তান’-এর নাম। বিসিসিআই থেকে সেরকম নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর। এবার তার প্রতিক্রিয়া এল আইসিসি-র তরফ থেকেও।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর একমাসও বাকি নেই। তার মধ্যেই নয়া বিতর্ক। সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যে জার্সি পরে নামবে, সেখানে লেখা যাবে না ‘পাকিস্তান’ শব্দটি। আয়োজক দেশ হলেও রোহিতদের জার্সিতে তাদের নাম চাইছে না বিসিসিআই। আর সেই খবর জানতে পেরে রীতিমত ক্ষিপ্ত পাক বোর্ড। তাদের বক্তব্য, ভারতীয় বোর্ড ক্রিকেট রাজনীতি ঢোকাচ্ছে।
এমনকী তারা আশা করেছিল, আইসিসি থেকে রোহিতদের জার্সিতে ‘পাকিস্তান’ শব্দটি লিখতে বলা হবে। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থাও সেটাই চায় বলে সেই দেশের একটি সংবাদমাধ্যমের দাবি। আইসিসি-র এক আধিকারিকের সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, “জার্সিতে টুর্নামেন্টের লোগো ব্যবহার করা সব দলের দায়িত্ব। আর নিয়ম সব দলকেই মেনে চলতে হবে।”
যদিও এর বাইরে আইসিসি থেকে স্পষ্ট কোনও নির্দেশ আসেনি। ফলে এই বিষয়ে সমাধানের কোনও ইঙ্গিতও এখনও পর্যন্ত নেই। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনে পাকিস্তানে যাওয়ার কথা ছিল রোহিত শর্মার। কিন্তু শোনা যাচ্ছে, তাঁর বদলে বোর্ডের কোনও কর্তা যেতে পারেন। ফলে সব মিলিয়ে হাইব্রিড মডেল, অধিনায়কের পাক সফর থেকে জার্সি বিতর্ক, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ক্রমশ ব্যাকফুটে যাচ্ছে পাকিস্তান।