নীতীশকে কেন রাখা হল না টিমে? জোরালো প্রশ্ন তুলে দিলেন ভারতের সদ্য প্রাক্তন


নীতীশকে কেন রাখা হল না টিমে? জোরালো প্রশ্ন তুলে দিলেন ভারতের সদ্য প্রাক্তনImage Credit source: PTI

কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করে দিয়েছে ভারত। ১৫ জনের দল নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। এ বার সেই তালিকায় নাম লেখালেন রবিচন্দ্রন অশ্বিন। সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিয়েছেন অবসর। ভারতের প্রাক্তন স্পিনার কিন্তু দলের ভারসাম্য নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিচ্ছেন। দীর্ঘদিন পর আবার হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। রোহিত শর্মা, বিরাট কোহলির ভারত কি চ্যাম্পিয়ন হতে পারবে?

অশ্বিন কিন্তু বলে দিচ্ছেন, টিমে নীতীশ রেড্ডিকে অবশ্যই নেওয়া উচিত ছিল। তাঁর যুক্তি, ‘নীতীশ রেড্ডির মতো প্লেয়ারকে কেন টিমে রাখা হল না? যদি কুলদীপ ৯ নম্বরে ব্যাট করে, ওর পর আসবে দুই জোরে বোলার। নীতীশ কিন্তু ৮ নম্বরে ব্যাটটা করতে পারত। তাতে কিন্তু চার পেস বোলার ও দুই স্পিনারকে একসঙ্গে খেলাতে পারত। এতে কিন্তু ভারসাম্যও বাড়ত। ফিঙ্গার স্পিনারদের মধ্যে কুলদীপই খেলবে। এই কারণেই মনে হচ্ছে, আর একটা পেসার খেলাতেই পারত। নিশ্চিত ভাবেই এ নিয়ে আলোচনাও হয়েছে।’

অশ্বিনের কিন্তু মনে হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের একাদশে জায়গা পাবেন না ঋষভ পন্থ ও যশস্বী জয়সওয়াল। ‘রোহিত শর্মা এবং শুভমন গিল ওপেন করবে। ওরা দু’জনেই ডানহাতি। তারপর বিরাট কোহলি আর শ্রেয়স আইয়ার নামবে। পাঁচ নম্বরে ব্যাট করবে লোকেশ রাহুল। ছয়ে ব্যাট করবে রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেলের মধ্যে কেউ একজন। হার্দিক আসবে সাত নম্বরে। টিমে কিন্তু বাঁ হাতি ব্যাটের অভাব থাকবে। কারণ একাদশের বাইরে থাকবে যশস্বী ও পন্থ।’

এই খবরটিও পড়ুন

অশ্বিনের কিন্তু এও মনে হচ্ছে, ভারতের একাদশে জায়গা করে নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ওয়াশিংটন সুন্দরের। ‘আর একটা দিক কিন্তু থাকছে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে। আমি পক্ষপাত রাখছি না। তবে গৌতম গম্ভীর কিন্তু ব্যাটিংয়ের কারণে সুন্দরকে ভীষণ গুরুত্ব দেয়। সুন্দরকে যে কোনও পজিশনে খেলানো হতে পারে। তবে আমার মনে হয়, ওকে আট নম্বরেই খেলানো উচিত। তাতে ভারসাম্যও থাকবে, শিশির ফ্যাক্টর হলে সুন্দর কার্যকর ভূমিকাও নিতে পারবে।’

Leave a Reply