সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর ব্যাটে রান নেই। শুধু নেই বললে ভুল হবে, রানের জন্য রীতিমতো হা হুতাশ করতে হচ্ছে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই ঘরোয়া ক্রিকেটে ফিরেও সেই হতাশাই সঙ্গী হল রোহিতের। রনজি ট্রফিতে কাশ্মীরের বিরুদ্ধে মাত্র ৩ রানে আউট হলেন তিনি।
তবে একা রোহিত নন, রনজি প্রত্যাবর্তনে ফ্লপ করেছেন তাঁর ওপেনিং সঙ্গী যশস্বী জয়সওয়ালও। আসলে বৃহস্পতিবার সকালে বিকেসি গ্রাউন্ডে বল রীতিমতো সুইং করছিল। আর সেই সুইংয়ের সামনে বরাবরের মতো অসহায় দেখালো রোহিতদের। ১৯ বল খেলে তিনি মাত্র ৩ রান করলেন। আউট হলেন অখ্যাত উমর নাজির মীরের বলে। যশস্বী জয়সওয়াল করেন মাত্র ৪ রান। সার্বিকভাবে মুম্বই দলেরই ব্যাটিং বিপর্যয় হয়েছে। অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ারদের মতো তারকারাও ব্যর্থ। তবে সবচেয়ে বেশি নজর কাড়ছে রোহিত শর্মার ব্যর্থতা।
সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্ক ধেয়ে এসেছে ভারতীয় ক্রিকেটের দিকে। যেখানে কাঠগড়ায় অধিনায়ক রোহিতও। অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাসকর ট্রফিতে তাঁর ব্যাট থেকে আসে মাত্র ৩১ রান। প্রশ্নের মুখে পড়ে তাঁর নেতৃত্বও। অজিভূমে টিম ইন্ডিয়া ধরাশায়ী হওয়ার পরই একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারতীয় বোর্ড। ভারতীয় তারকাদের ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার বিষয়টিও বাধ্যতামূলক বলে জানিয়ে দেওয়া হয়। বোর্ডের নিদানের পর ঘরোয়া ক্রিকেটে নামার সিদ্ধান্ত নেন রোহিত। কিন্তু তাতেও সঙ্গী সেই ব্যর্থতাই।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে খেলেননি রোহিত। আবার অবসরও নেননি। মাস ছয়েক বাদে ইংল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ হওয়ার কথা তাতে আবার খেলতে চান ভারত অধিনায়ক। কিন্তু সেই সিরিজে খেলতে হলে ঘরোয়া ক্রিকেটে ভালো কিছু করতে হবে রোহিতকে। সেই অভিযানের শুরুটা মোটেই ভালো হল না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));