মাত্র ১ উইকেটের জন্য… রঞ্জিতে অবিশ্বাস্য বোলিং সিদ্ধার্থ দেশাইয়ের


Ranji Trophy 2024-25: মাত্র ১ উইকেটের জন্য… রঞ্জিতে অবিশ্বাস্য বোলিং সিদ্ধার্থ দেশাইয়েরImage Credit source: X

কলকাতা: রঞ্জি ট্রফির (Ranji Trophy) ষষ্ঠ রাউন্ড শুরু হতেই ফের রেকর্ড গড়ার কাজ শুরু করে দিয়েছেন ভারতের ক্রিকেটাররা। আমেদাবাদের গুজরাট কলেজ ক্রিকেট গ্রাউন্ডে উত্তরাখণ্ডের মুখে নেমেছে গুজরাট। সেখানে এক ইনিংসে ৯ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন গুজরাটের স্পিনার সিদ্ধার্থ দেশাই। রঞ্জির ইতিহাসে গুজরাটের হয়ে সেরা বোলিং পারফরম্যান্স মেলে ধরেন তিনি।

সিদ্ধার্থ ১৫ ওভার বল করেন। তাতে ৫টি মেডেন সহ ৩৬ রান দেন। বিনিময়ে নেন ৯টি উইকেট। বিশাল জয়সওয়াল যদি এক উইকেট না নিতেন, তা হলে সিদ্ধার্থ পারফেক্ট টেনের নজির গড়ে ফেলতেন। এর আগে গুজরাটের হয়ে সবচেয়ে ভালো বোলিং পারফরম্যান্স ছিল জসুভাই মোতিভাই প্যাটেলের ৮-২১। ১৯৬০-৬১ মরসুমে সৌরাষ্ট্রের বিরুদ্ধে এই পারফরম্যান্স দেখিয়েছিলেন জসুভাই।

এই খবরটিও পড়ুন

৩০ ওভারে ১১১ রানে অল আউট হয় উত্তরাখণ্ড। দলের তিন ক্রিকেটার দুই অঙ্কের রান করেন। শাশ্বত ৩৫ রানে অপরাজিত থাকেন। ৩০ রান করেন অভনীশ। আর ১২ রান করেন কুনাল। এ বারের রঞ্জিতে গত বছরের নভেম্বর হরিয়ানার অংশুল কম্বোজ ভারতের ষষ্ঠ বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। ম্যাচটি ছিল কেরলের বিরুদ্ধে। উত্তরাখণ্ডের বিরুদ্ধে একটি উইকেট নিতে পারলেই এলিট গ্রুপে ঢুকে পড়তেন সিদ্ধার্থ।



Leave a Reply