রোহিত শর্মা – ভারতের টেস্ট ও ওডিআই টিমের অধিনায়ক রোহিত শর্মা মুম্বইয়ের জার্সিতে রঞ্জি ট্রফিতে নেমেছেন। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ১৯ বলে ৩ রান করেছেন রোহিত শর্মা।
যশস্বী জয়সওয়াল – টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল খেলছেন মুম্বইয়ের হয়ে। তিনি জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ৮ বলে ৪ রান করেছেন।
শুভমন গিল – পঞ্জাব রঞ্জি টিমের নেতৃত্ব পেয়েছেন শুভমন গিল। সেখানে অধিনায়কোচিত ইনিংস উপহার দিতে পারলেন না শুভমন গিল। তিনি ৮ বলে ৪ রান করেন।
ঋষভ পন্থ – দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ষষ্ঠ রাউন্ডের ম্যাচে নেমেছেন দেশের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তিনি ১০ বলে মাত্র ১ রান করেন।
অজিঙ্ক রাহানে – মুম্বই টিমের অধিনায়ক জাতীয় দলে ব্রাত্য। তাঁর দিকে ঘরোয়া ক্রিকেটে বরাবর নজর থাকে। তিনি জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ১৭ বলে ১২ রান করেছেন।
শ্রেয়স আইয়ার – মুম্বইয়ের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তির বাইরে। তারপরও ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁর উপর আস্থা রাখছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় টিমে তিনি জায়গা পেয়েছেন। রঞ্জিতে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ৭ বলে ১১ রান করেছেন তিনি।
ঋতুরাজ গায়কোয়াড় – বরোদার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে মহারাষ্ট্রের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় ২১ বলে ১০ রান করেছেন।
রজত পাতিদার – কেরলের বিরুদ্ধে চলছে রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের ম্যাচ। সেখানে ২ বলে শূন্যে আউট হয়েছেন রজত পাতিদার।