কর্তাদের পদত্যাগ চাই, ডামাডোলের মধ্যেই ক্লাবে বিক্ষোভ মহামেডান সমর্থকদের


প্রসূন বিশ্বাস: ক্লাবকর্তাদের পদত্যাগের দাবিতে সুর চড়াল মহামেডানের ভক্তকুল। বৃহস্পতিবার অন্তত ২০০জন সমর্থক ক্লাবে জড়ো হন। তাঁদের একটাই দাবি, কর্তাদের নানা আচরণে ক্লাবের মানহানি হচ্ছে। তাই অবিলম্বে সরে দাঁড়ানো উচিত কর্তাদের। বিক্ষোভ দেখানোর পাশাপাশি সমর্থকদের দাবি, তাঁদের সঙ্গে কথা বলতে হবে ক্লাব কর্তৃপক্ষকে।

বেশ কয়েকদিন ধরেই তুমুল ডামাডোল চলছে সাদা-কালো শিবিরে। শেয়ার হস্তান্তর হয়নি বলে বিনিয়োগ স্থগিত রেখেছে মহামেডানের ইনভেস্টর শ্রাচী। অপর ইনভেস্টর বাঙ্কারহিলও একই কথা জানিয়ে দিয়েছে। এহেন জটিল পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে মহামেডান ফুটবলারদের বেতন। প্রতিবাদে তাঁরা অনুশীলন বয়কটের পথে হেঁটেছেন। মাঠে এলেও অনুশীলন করতে নামেননি অ্যালেক্সিসরা। গোটা বিষয়টিতে মহামেডান ক্লাবের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলে মত বিক্ষোভকারীদের। সেজন্যই বৃহস্পতিবার ক্লাব প্রাঙ্গনে হাজির হন অন্তত ২০০ জন মহামেডান সমর্থক।

Leave a Reply