রঞ্জি ট্রফিতে হোম ম্যাচ অ্যাডভান্টেজেই লক্ষ্য ছিল বাংলার। কল্যাণীতে খেলা হচ্ছে হরিয়ানার বিরুদ্ধে। যদিও বাংলাই ব্যাকফুটে চলে গেল। রঞ্জি ট্রফির ষষ্ঠ রাউন্ডের ম্যাচ চলছে। বোলারদের দাপটে প্রথম দিন দুর্দান্ত জায়গায় ছিল বাংলা ক্রিকেট দল। কিন্তু দ্বিতীয় দিন ব্যাটিং ব্যর্থতায় ব্যাকফুটে। প্রথম দিন প্রত্যাশা করা যাচ্ছিল, এই ম্যাচ থেকে হয়তো ছয় পয়েন্ট আসবে এবং কোয়ার্টার ফাইনালের সম্ভাবনা বাড়বে। দ্বিতীয় দিন সেই আশায় জল ঢালল হরিয়ানা বোলিং। এরপর তাদের ব্যাটিং দাপট।
ঘরের মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা। মহম্মদ সামি, আকাশ দীপরা না থাকলেও সমস্যা হয়নি। সূরজ সিন্ধু জয়সওয়ালের আধডজন উইকেট। এ ছাড়া মুকেশ কুমার ও মহম্মদ কাইফের দুটি করে উইকেটে হরিয়ানাকে মাত্র ১৫৭ রানেই অলআউট করেছিল বাংলা। প্রথম দিনের শেষে বাংলা পিছিয়ে ছিল ১৪৭ রানে। হাতে তখনও ৯ উইকেট। দ্বিতীয় দিন সেই অ্যাডভান্টেজ খোয়ালো।
হরিয়ানা বোলিং আক্রমণে অংশুল কম্বোজের মতো পেসার রয়েছেন। যদিও এই মাঠে তাদের নায়ক হয়ে উঠলেন তরুণ পেসার অনুজ ঠাকরাল। তাঁর ঝুলিতেও ৬ উইকেট। বাংলা প্রথম ইনিংসে মাত্র ১২৫ রানেই শেষ। বাংলার হয়ে সর্বাধিক ৩১ রান অভিষেক পোড়েলের। পরপর উইকেট হারানোয় ক্যামিও খেলেন অভিষেক। মাত্র ১৭ বলে ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ৩১ রান। দ্বিতীয় সর্বাধিক স্কোর অঙ্কিত চট্টোপাধ্যায়ের ২৯।
এই খবরটিও পড়ুন
দ্বিতীয় ইনিংসে হরিয়ানা শুরু থেকেই দাপট দেখিয়েছে। ওপেনিং জুটিতে যোগ হয়েছে ৪০ রান। এরপর ৬৬ রানের পার্টনারশিপ। দ্বিতীয় দিনের শেষে ২ উইকেটে ১৫৮ রান তুলে নিয়েছে হরিয়ানা। ইতিমধ্যেই তারা এগিয়ে ১৯০ রানে। হাতে ৮ উইকেট। লিডটা ঠিক কতদূর গিয়ে থামবে বোঝা কঠিন। বাংলা তৃতীয় দিন শুরুতে দুর্দান্ত বোলিং করলেও অন্তত ২৫০ প্লাস স্কোর তাড়া করতে হবে। যা এই পিচে কঠিন হয়ে দাঁড়াবে। অন্তত প্রথম ইনিংসের ব্যাটিং পারফরম্যান্স তাই বলছে।