চোটে স্বপ্নভঙ্গ, ওয়াকওভার দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নোভাক জকোভিচের


চোটে স্বপ্নভঙ্গ, ওয়াকওভার দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নোভাক জকোভিচেরImage Credit source: PTI

কলকাতা: কেরিয়ারের ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের সামনে দাঁড়িয়েছিলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। আর সেখানে চোটই কাল হয়ে দাঁড়াল। অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) সেমিফাইনালে ওয়াকওভার দিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা জকোভিচ। রড লেভার এরিনায় মাত্র এক সেট খেলেই অজি ওপেনের ফাইনালে উঠলেন আলেকজান্ডার জেরেভ।

পায়ের পেশিতে চোটের কারণে ম্যাচ ছাড়তে বাধ্য হলেন জকোভিচ। সেমিফাইনালের আগে তাই তিনি অনুশীলনও করেননি। আপাতত ১১তম অস্ট্রেলিয়ান ওপেন জেতা হল না জোকারের। ৩৭ বছর বয়সী সার্বিয়ান তারকা সেমিফাইনালে নেমেছিলেন বাঁ পায়ে মোটা স্ট্র্যাপ লাগিয়ে। ম্যাচে জেরেভকে ওয়াকওভার দেওয়ার পর জকোভিচ জানান, প্রথম সেটের শেষের দিকে তাঁর ব্যথা বাড়ছিল। যে কারণে, তিনি ম্যাচ ছাড়তে বাধ্য হন।



Leave a Reply