রনজিতে মহানাটক! রোহিতের জন্য বাদ উঠতি প্রতিভা, বিতর্ক শ্রেয়স-রাহানের আউট নিয়েও


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফিতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতের তারকা ক্রিকেটাররা। তারপরই বোর্ডের নিদান রনজি ট্রফিতে খেলতে হবে। সেই ‘নির্দেশ’ অনুযায়ী ঘরোয়া ক্রিকেটে নেমেছেন রোহিত, পন্থ, যশস্বী, শুভমান গিলের মতো তারকারা। অধিকাংশ ক্রিকেটারই অবশ্য ‘ফ্লপ’ করেছেন। কিন্তু তার সঙ্গে রোহিত শর্মাকে নিয়ে প্রশ্ন, তাঁর জন্য কি বাদ পড়লেন প্রতিভাবান ক্রিকেটার আয়ুষ মাত্রে?

কে এই ক্রিকেটার? ১৭ বছর বয়সি আয়ুষ রনজি ট্রফিতে মুম্বইয়ের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৫ ম্যাচে করেছেন ৪০৮ রান। গড় ৪৫.৩৩। দুটো সেঞ্চুরিও করেছেন মুম্বইয়ের জার্সিতে। একমাত্র শ্রেয়স আইয়ারের বেশি রান আছে আয়ুষের থেকে। আগের ম্যাচেও ১৪৮ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। কিন্তু রোহিত মুম্বই দলে ফিরতেই বসতে হল তাঁকে। ১০ বছর পর রনজি খেলতে নেমে কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৩ রানে আউট হন ভারত অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ২৮ রান।

আর রোহিত ব্যর্থ হতেই ফিরে এল সেই ‘মহাতারকা’ প্রসঙ্গ। জাতীয় দলে রান পাচ্ছেন না, কিন্তু ঘরোয়া ক্রিকেটে মহাসমাদরে জায়গা করে দেওয়া হল তাঁকে। যে কারণে বাদ পড়লেন ফর্মে থাকা আয়ুষ। এও কি এক ধরনের ‘মহাতারকা সংস্কৃতি’ নয়? সেই প্রশ্ন উঠছে সোশাল মিডিয়ায়।

অবশ্য মুম্বই ম্যাচে শুধু রোহিতকে নিয়ে নয়, নাটক ছিল শ্রেয়স আইয়ার ও অধিনায়ক অজিঙ্ক রাহানেকে নিয়েও। দ্বিতীয় ইনিংসে কাশ্মীরের পেসার উমর নাজিরের বলে শট মিস করেন শ্রেয়স। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে মেতে ওঠেন কাশ্মীরের ক্রিকেটাররা। তাঁদের ধারণা, বল শ্রেয়সের ব্যাটে লেগেছে। যদিও আম্পায়ার আউট দেননি। কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যান কাশ্মীরের ক্রিকেটাররা।

অন্যদিকে ‘আউট’ হয়ে ফিরে গিয়েছিলেন অজিঙ্ক রাহানেও। কিন্তু উমর নাজিরের ‘নো বল’ ছিল কিনা, তা দেখতে আম্পায়ারদের সময় লাগে প্রায় ৫ মিনিট। ইতিমধ্যে রাহানে ড্রেসিংরুমে ফিরে যান। ব্যাট করতে আসেন শার্দূল ঠাকুর। শেষ পর্যন্ত দীর্ঘক্ষণ রিপ্লে দেখে ‘নো বল’ ঘোষণা করেন আম্পায়ার। ড্রেসিংরুম থেকে ফিরে আসেন রাহানে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ




Leave a Reply