সেওয়াগকে নিয়ে বিরাট জল্পনা, ২০ বছরের দাম্পত্য কেন ভাঙছেন নজফগড়ের নবাব?
Image Credit source: X
কলকাতা: ফের এক ভারতীয় ক্রিকেটারের বৈবাহিক সম্পর্ক ভাঙার পথে। সাম্প্রতিক অতীতে দেশের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচের বিচ্ছেদ হয়েছে। এ বছরের শুরু থেকে শোনা যাচ্ছে ভারতীয় তারকা বোলার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার বিচ্ছেদ হতে চলেছে। তাঁরা গত কয়েক মাস নাকি আলাদাও থাকছেন। তাঁদের এক নিকট সূত্র জানিয়েছেন, যে চাহাল-ধনশ্রীর ডিভোর্সের অফিসিয়াল ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। এ বার এই তালিকায় জুড়তে চলেছে দেশের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সেওয়াগের (Virender Sehwag) নাম। সেওয়াগকে নিয়ে চলছে বিরাট জল্পনা।
রিপোর্ট অনুযায়ী, দীর্ঘ ২০ বছরের দাম্পত্যে এ বার ইতি টানতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ ও তাঁর স্ত্রী আরতি আহলাওয়াত। হঠাৎ করেই বীরুর বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু কেন ২০ বছরের দাম্পত্য কেন ভাঙছেন নজফগড়ের নবাব?