অনবদ্য ইনিংস, চিপকে ইংল্যান্ডকে হারিয়ে বিজয় তিলক আঁকলেন তিলক বর্মা


ইংল্যান্ড: ১৬৫-৯ (বাটলার ৪৫, কার্স ৩১)
ভারত: ১৬৬-৮ (তিলক বর্মা ৭২*, ওয়শিংটন সুন্দর ২৬)
ভারত ২ উইকেটে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেনে প্রথম ম্যাচে ভারতীয় দলের ঘূর্ণির সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল ইংল্যান্ড। সেসময় অনেকের হয়তো মনে হয়েছিল চিপকের পিচে আরও দুর্বিপাকে পড়বে ইংরেজরা। আবারও একপেশেভাবে জিতবে ভারত। কিন্তু তেমনটা হল না। শনিবাসরীয় চিপকে জয়ের লক্ষ্যে পৌঁছতে বেশ ভালোমতো কাঠখড় পোড়াতে হল টিম ইন্ডিয়াকে। শেষ পর্যন্ত তিলক বর্মার দুর্দান্ত ইনিংসে ২ উইকেটে কষ্টার্জিত জয় পেল গম্ভীর ব্রিগেড।

শনিবার চিপকে টস জিতে প্রত্যাশিতভাবেই আগে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। স্পিন সহায়ক পিচে বাটলার এবং কার্সের লড়াকু ইনিংসে ভর করে ১৬৫ রান তুলল ইংল্যান্ড। বাটলার করলেন ৪৫ রান। শেষদিকে কার্স ১৭ বলে ৩১ রান করেন। ইডেনের তুলনায় ভারতীয় স্পিনারদের মোকাবিলায় এদিন বেশি সাবলীল দেখাল ইংরেজ ব্যাটারদের। তা সত্ত্বেও অক্ষর প্যাটেল ৩২ রান দিয়ে দুটি উইকেট তুললেন। ৩৮ রান দিয়ে দুই উইকেট পেলেন বরুণ চক্রবর্তীও।

১৬৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা বিশ্রী হয় ভারতের। আগের ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলা অভিষেক শর্মা মাত্র ৫ রানে প্যাভিলিয়নে ফেরেন। দ্রুত ফিরে যান সঞ্জু স্যামসনও। সূর্যকুমার যাদবও ফেরেন মাত্র ১২ রান করে। ব্যর্থ হন ধ্রুব জুরেল এবং হার্দিক পাণ্ডিয়াও। একটা সময় ৭৮ রানে পাঁচ উইকেট খুইয়ে রীতিমতো চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। সেখান থেকে ওয়াশিংটন সুন্দরকে সঙ্গী করে ঘুরে দাঁড়ান তিলক বর্মা। সুন্দর ২৬ রান করে আউট হওয়ার পর ফের চাপে পড়ে যায় ভারত। টেলএন্ডারদের সঙ্গী করে লড়াই চালিয়ে যান তিলক বর্মা। শেষ পর্যন্ত চার বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। তিলক অপরাজিত থাকেন ৭২ রানে।  ৫ বলে ৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রবি বিষ্ণোই। 

ইডেনের পর চিপকে জয়ের ফলে টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। সিরিজের পরের ৩ ম্যাচ হওয়ার কথা রাজকোট, পুণে এবং মুম্বইয়ে।

Leave a Reply