পদ্মশ্রী পাচ্ছেন ময়দানের ‘কালো হরিণ’, পদ্ম সম্মান অশ্বিন-শ্রীজেশ-সহ পাঁচ ক্রীড়াব্যক্তিত্বকে


নন্দিতা রায়, নয়াদিল্লি: অবসরের পরই পদ্ম সম্মান পাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন এবং পি আর শ্রীজেশ। শ্রীজেশকে পদ্মভূষণ এবং অশ্বিনকে পদ্মশ্রী সম্মান দিচ্ছে ভারত সরকার। দক্ষিণ ভারতেরই আর এক ক্রীড়াবিদ আইএম বিজয়নকেও পদ্মশ্রী দেওয়া হচ্ছে। পদ্মশ্রী পাচ্ছেন প্যারালিম্পিকে সোনাজয়ী হরবিন্দর সিং। কুস্তিগির কোচ সত্যপাল সিংকেও দেওয়া হচ্ছে পদ্মশ্রী। সাধারণতন্ত্র দিবসের আগে এই তালিকা প্রকাশ করেছে কেন্দ্র।

পরাত্তু রবীন্দ্রন শ্রীজেশ। ভারতীয় হকির সেরাদের মধ্যে তিনি অন্যতম। টোকিওর পর প্যারিস–টানা দুই অলিম্পিকে দেশের হয়ে জিতেছেন ব্রোঞ্জ পদক। শেষবার টানা দুই অলিম্পিকে ভারতীয় হকি দল পদক জিতেছিল ৫২ বছর আগে, মেক্সিকো সিটি (১৯৬৮) এবং মিউনিখে (১৯৭২)। এত বছর পর ভারত যে কীর্তি গড়েছে তার নেপথ্যে রয়েছে শ্রীজেশের হ্যান্ড অফ গড। আপাতত শ্রীজেশ রয়েছেন ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্বে। তাঁকে পদ্মভূষণে সম্মানিত করল কেন্দ্র।

রবিচন্দ্রন অশ্বিনের কথা আলাদা করে বলার দরকার পড়ে না। ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা ম্যাচ উইনারদের অন্যতম তিনি। সদ্যই অবসর ঘোষণা করেছেন অশ্বিন। তারপরই তাঁর নাম পদ্ম সম্মানের জন্য বিবেচনা করে সরকার। অশ্বিন পাচ্ছেন পদ্মশ্রী। অবসরের ২২ বছর পর পদ্মশ্রী পাচ্ছেন কিংবদন্তি ফুটবলার আই এম বিজয়নও। যাঁর ময়দানি নাম ছিল কালো হরিণ। দেশের সেরা ফুটবল প্রতিভার অন্যতম এই বিজয়ন ভারতের হয়ে খেলেন ৭৯টি আন্তর্জাতিক ম্যাচ। ১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত মাঠ কাঁপানো এই কেরলের ফুটবলার আন্তর্জাতিক কেরিয়ারে ৪০টি গোল করেছেন। মোহনবাগান-ইস্টবেঙ্গল, দুই প্রধানের জার্সিতে বহু স্মরণীয় গোল রয়েছে তাঁর।

পদ্মশ্রী সম্মান পেলেন প্যারালিম্পিকে সোনা জয়ী অ্যাথলিট হরবিন্দর সিংও। প্যারিস প্যারালিম্পিকে পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেনে সোনা জিতেছিলেন ভারতের হরবিন্দর সিং। প্রথম ভারতীয় তিরন্দাজ হিসাবে প্যারালিম্পিক থেকে সোনার পদক নিয়ে ফিরেছেন হরবিন্দর। টোকিও প্যারালিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন হরবিন্দর। পরপর দুই প্যারালিম্পিকে পদক জেতার নজিরও গড়েছেন তিনি। এর বাইরে কিংবদন্তি কোচ সত্যপাল সিংকেও দেওয়া হয়েছে পদ্মশ্রী।

Leave a Reply