শর্মার পর ভার্মা! চেন্নাইয়ে চাপের পরিস্থিতিতে নাটকীয় জয় ভারতের


গত ম্যাচে অভিষেক শর্মা, এ দিন চেন্নাইতে তিলক ভার্মা। ইডেন গার্ডেন্সে সহজেই জিতেছিল ভারত। ব্য়াটিং পিচে ভারতীয় স্পিনাররাই দাপট দেখিয়েছিলেন। চেন্নাইতে স্পিন সহায়ক পিচ। যদিও দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড পেসাররাও সুবিধা আদায় করে নিলেন। একমাত্র জোফ্রা আর্চারের দুর্দিন। ৪ ওভারে ৬০ রান আসে তাঁর বোলিংয়ে। ভারতের কাছে ১৬৬ রানের টার্গেট সহজ ছিল না। মিডল অর্ডারে রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি না থাকায় ফিনিশারের অভাব ছিলই। তিলক ভার্মার ব্য়াটিংয়ে রুদ্ধশ্বাস একটা পরিস্থিতি তৈরি হয়। চিন্তা ছিল সঙ্গীর অভাবে ম্যাচ খোয়াতে হবে না তো তিলক ভার্মাকে?

ক্রমশ নাটকীয় হয়ে দাঁড়ায় ম্যাচ। তিলক ভার্মা একদিক আগলে রাখলেও উল্টোদিক থেকে উইকেট পড়ছিল। দলীয় ৭৮ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। ১২৬ রানে অক্ষর প্যাটেল ফিরতেই ফের অস্বস্তি তৈরি হয়। কিন্তু তিলককে রোখা যায়নি। অর্শদীপকে নিয়েও পার্টনারশিপ গড়েন। ওভারের শেষ বলে অর্শদীপ ফেরায় আরও একবার রুদ্ধশ্বাস পরিস্থিতি। ২ উইকেট বনাম তিলক হয়ে দাঁড়ায় ম্যাচ।

শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৬ রান। স্ট্রাইকে তিলক ভার্মা থাকায় স্বস্তি ছিল। প্রথম ডেলিভারিতেই বাউন্ডারি হতে পারত। যদিও দুর্দান্ত ফিল্ডিং ইংল্যান্ডের। ২ রানেই সন্তুষ্ট থাকতে হয়। দ্বিতীয় ডেলিভারিতেই কভার বাউন্ডারিতে ম্যাচ ফিনিশ করেন তিলক ভার্মা। ৪ বল বাকি থাকতে ২ উইকেটে জয়। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত। চারে নামা তিলক ৫৫ বলে অপরাজিত ৭২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। এর মধ্যে ৪টি বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারি।



Leave a Reply