কোল্ড প্লে-র কনসার্ট জমিয়ে দিয়েছেন জসপ্রীত বুমরা। শুরুটা হয়েছিল কয়েক দিন আগেই। মুম্বইতে কনসার্ট ছিল বিখ্যাত ব্যান্ড কোল্ড প্লে-র। তার লিড সিঙ্গার ক্রিস মার্টিন কনসার্টের মাঝেই মজা করে জানান, ব্যাক স্টেজে জসপ্রীত বুমরা অপেক্ষা করছেন, তাঁর সঙ্গে ক্রিকেট খেলবেন, তাই দ্রুত কনসার্ট শেষ করতে চান। অনেকে ভেবেছিলেন, সত্যিই বোধ হয় বুমরার দেখা মিলবে। ভারতের তারকা পেসারকে সম্মান জানাতেই এমনটা বলেছিলেন ক্রিস মার্টিন। এ বার আমেদাবাদে কনসার্টে দেখা মিলল সত্যি সত্যিই।
চোটের কারণে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে বিশ্রামে জসপ্রীত বুমরা। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্ট রয়েছে। সে কারণেই বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ান ডে-তে খেলতে পারেন বুমরা। সেখানেই তাঁর ফিটনেস টেস্টও হবে। আমেদাবাদে কোল্ড প্লে-র কনসার্টের ভিডিয়ো ভাইরাল হয়েছে। জসপ্রীত বুমরা হাসিমুখে দাঁড়িয়ে। কোল্ড প্লে-র কনসার্ট উপভোগ করছেন।
এই খবরটিও পড়ুন
বিশ্ব বিখ্যাত ব্যান্ডের তরফে প্রতিটি শো-তেই জসপ্রীত বুমরাকে সম্মান জানানো হয়েছে। এর আগে কনসার্টের মাঝেই ইংল্যান্ড ব্যাটার ওলি পোপকে বোল্ড করার একটি ভিডিয়ো প্লে করা হয়েছিল। শুধু তাই নয়, কোল্ড প্লে-র একটি ড্রামে ক্রিকেট বলের ছবিও আঁকা হয়েছিল। যা দেখিয়ে লিড সিঙ্গার ক্রিস মার্টিন মজা করে বলেন, এই বল দিয়ে জসপ্রীত বুমরাও বোলিং করতে পারবে না, এতটাই খারাপ। আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের কনসার্টে স্টেজে জসপ্রীত বুমরার একটি জার্সে রেখেই শো-করছিল কোল্ড প্লে।
কনসার্টে জসপ্রীত বুমরাকে সম্মান জানিয়ে একটি স্পেশাল গানও করে কোল্ড প্লে। শুধু তাই নয়, ক্রিস মার্টিন মজা করে একটি কাল্পনিক চিঠিও পড়েন। প্রতিটি কনসার্টে বারবার জসপ্রীত বুমরার নাম নেওয়ায় তাঁর আইনজীবীর তরফে নোটিস এসেছে বলে মজা করেন ক্রিস। বলেন, ‘আমি দুঃখিত, জসপ্রীত বুমরার আইনজীবী একটি নোটিসও পাঠিয়েছে। এটা না পড়লে আমাদের জেলেও যেতে হতে পারে। হয়তো আমেদাবাদে আর শো করতে পারব না।’
— Coldplay Access Midias (@coldplaymidias) January 26, 2025