রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথমবার, লা লিগায় দুরন্ত হ্যাটট্রিক এমবাপের


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথমবার হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপে। লা লিগায় তাঁর দুরন্ত পারফরম্যান্সের উপর ভর করে রিয়াল ৩-০ গোলে উড়িয়ে দিল রিয়াল ভালাদোলিদকে। রবিবারের ম্যাচে দুরন্ত পারফর্ম করলেন ফরাসি তারকা। তাঁর একার দাপটেই ম্যাচ জিতে নিল রিয়াল মাদ্রিদ।

এদিনের ম্যাচে রিয়ালের চাপ ছিল। তবে ভালাদোলিদের ফুটবলাররা শুরুর দিকে কয়েকবার রিয়াল রক্ষণে হানা দিয়েছিলেন। কিন্তু থিবাও কুর্তোয়ার সৌজন্যে গোল হয়নি। ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোল করেন এমবাপে। এগিয়ে যাওয়ার পরই চাপ বাড়ায় রিয়াল। তবে দ্বিতীয় গোল পেতে বিরতি পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। ৫৭ মিনিটে ফের গোল করেন এমবাপে। এরপর ইনজুরি সময়ে পেনাল্টি থেকে দল এবং নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ফরাসি তারকা।

রিয়ালের জার্সিতে প্রথম হ্যাটট্রিক। নজরকাড়া পারফরম্যান্স করে অভিনব সেলিব্রেশনে মেতে ওঠেন ফরাসি তারকা। ক্যামেরার সামনে এসে দর্শকদের উদ্দেশ্যে দুই আঙুল দিয়ে স্যালুট করেন তিনি। হ্যাটট্রিকের পর এমবাপে বলেন, “দলের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিয়েছি। যেভাবে আমি সতীর্থদের সঙ্গে খেলছি, আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে আমি মাঠে নেমে কতটা স্বচ্ছন্দ।” এদিনের জয়ের ফলে ৪৯ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবলে শীর্ষস্থান বজায় রাখল রিয়াল।

অন্যদিকে, গোল পেলেন হ্যারি কেন। বুন্দেশলিগায় বায়ার্ন মিউনিখ ২-১ গোলে হারাল ফ্রেইবার্গকে। খেলা শুরুর ১৫ মিনিটের মধ্যে হ্যারি কেনের গোলে এগিয়ে যায় বায়ার্ন। এরপর ৫৪ মিনিটে বায়ার্নের হয়ে দ্বিতীয় গোলটি করেন কিম মিন জে। ৬৮ মিনিটে প্রতিপক্ষ একটি গোল শোধ করলেও শেষপর্যন্ত জয়ী হয় বায়ার্নই। জয়ের পর বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেছেন, “দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কেন। সফল হওয়ার জন্য সর্বস্ব উজাড় করে দিচ্ছে। আমরাও তার ফল পাচ্ছি।” 



Leave a Reply