শনি সন্ধ্যায় মিনি ডার্বি, অসাধ্য সাধনেই লক্ষ্য মহমেডানের


ইন্ডিয়ান সুপার লিগে আজ কলকাতা মিনি ডার্বি। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ও মহমেডান স্পোর্টিং ক্লাব। শক্তির দিক থেকে কিংবা পরিসংখ্য়ান, পয়েন্ট টেবল কোনও দিক থেকেই সমানে সমানে লড়াই নয়। মোহনবাগান অনেক অনেক এগিয়ে। প্রথম বার আইএসএল খেলতে নামা মহামেডানের কাছে মোহনবাগানকে হারানো অসাধ্য় সাধন। তবে ফুটবলে পার্থক্য গড়ে দিতে পারে একটা গোল। আর সেই লক্ষ্যেই নামছে সাদা-কালো ব্রিগেড। অন্য দিকে, শীর্ষে থাকা মোহনবাগানের নজরে ধারাবাহিকতা বজায় রাখা।

আইএসএলে প্রথম বার। মরসুমের শুরুতে অবশ্য আশা জাগানোর মতোই পারফর্ম করেছিল মহমেডান স্পোর্টিং। এরপর সাময়িক হতাশা। কিন্তু ভুললে চলবে না এই টিমটাই চেন্নাই ও বেঙ্গালুরু এফসিকে অ্যাওয়ে ম্য়াচে হারিয়েছে। এফসি গোয়াকে আটকে দিয়েছে। ফলে শক্তি বা পরিসংখ্যান যাই বলুক, অঘটন হতেও পারে। সাদা-কালো শিবির তেমন কিছুই চাইছে। মাঠের পারফরম্যান্স হোক বা মাঠের বাইরের নানা ঘটনা, সব অস্বস্তি থেকে বেরোতে মহমেডানের জন্য় ম্য়াজিক হয়ে দেখা দিতে পারে এই ম্যাচ।

মোহনবাগানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নামার আগে মহমেডানের সহকারী কোচ তথা কলকাতা ময়দানের অতি পরিচিত মুখ মেহরাজউদ্দিন বলছেন, ‘সমর্থকদের কাছে এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ, তা খুব ভালো ভাবেই জানি। দলের প্রত্যেকটা ফুটবলারই এই ম্যাচের গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল। সে কারণেই ওরা ফোকাসড। ব্য়ক্তিগত ভাবে আমিও খেলা শুরুর অপেক্ষায় রয়েছি। আশা করছি ইতিবাচক ফল হবে আমাদের জন্য়।’

পয়েন্ট টেবলে শীর্ষে থাকা মোহনবাগানের কাছে অস্বস্তি হতে পারে তাদের আক্রমণ ভাগ। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। মোহনবাগানের আক্রমণভাগ যে কোনও দলের কাছেই আতঙ্কের। সুযোগও তৈরি হচ্ছে একঝাঁক। যদিও গত তিন ম্য়াচে যে পরিমাণে সুযোগ তৈরি হয়েছে, সেই অনুযায়ী গোল সংখ্যা বাড়েনি। যা নিঃসন্দেহে চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে মোহনবাগান কোচ হোসে মোলিনার কাছে। কলকাতা মিনি ডার্বিতে সেই খরা কাটানোই লক্ষ্য সবুজ মেরুনের।

মোহনবাগান বনাম মহমেডান, সন্ধে ৭.৩০, স্পোর্টস ১৮, জিও সিনেমা, স্টার স্পোর্টস ৩-তে

Leave a Reply