কীভাবে শিবমের ‘কনকাশন সাব’ হর্ষিত? ইংল্যান্ডকে নিয়ম বোঝালেন ভারতের বোলিং কোচ


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিবম দুবের পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন হর্ষিত রানা। এই প্রথম কোনও ক্রিকেটারের অভিষেক হল পরিবর্ত হিসেবে। আর তার মধ্যেই বিতর্ক। চোট পাওয়া শিবমের সমতুল্য কি হর্ষিত? প্রশ্ন তুলেছেন খোদ ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। এবার তার পালটা দিল ভারত।

ঠিক কী ঘটল পুণেতে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে? প্রথমে ব্যাট করে ভারত। সেখানে ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শিবম। শেষ ওভারে তাঁর হেলমেটে একটি বাউন্সার আছড়ে পড়ে। চোট পরীক্ষার পর খেলা চালানোর অনুমতিও মেলে। কিন্তু পরে শিবমের পরিবর্ত হিসেবে নামানো হয় হর্ষিতকে। আইসিসির নিয়ম অনুযায়ী ‘কনকাশন সাব’-এর ক্ষেত্রে দুই ক্রিকেটারকে সমতুল্য হতে হবে। আর সেটাকেই খোঁচা দিলেন বাটলার। তাঁর প্রশ্ন, হর্ষিতের ব্যাটিং কি শিবমের সমতুল্য?

এই নিয়ে ইংরেজ অধিনায়কের বক্তব্য ছিল, তাঁদের কথা না বলেই ভারত হর্ষিতকে কনকাশন সাব হিসেবে নামিয়েছিল। এবার তার পালটা দিলেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। তিনি জানান, সমস্ত নিয়ম মেনে ও ম্যাচ রেফারির সঙ্গে কথা বলেই হর্ষিতকে নামানো হয়। মর্কেল বলেন, “ইনিংসের বিরতির সময় শিবমকে বসানো হয়। ওর মাথায় চোট লেগেছিল। আমরা তখন একটা নাম পরিবর্ত হিসেবে ম্যাচ রেফারিকে জানাই। সেখানে থেকে যাবতীয় সিদ্ধান্ত ম্যাচ রেফারির উপর।”

ভারত-ইংল্যান্ড ম্যাচের রেফারি ছিলেন জাভাগল শ্রীনাথ। এই প্রসঙ্গে মর্কেল আরও বলছেন, “হর্ষিত তখন খাচ্ছিল। ওকে তাড়াতাড়ি তৈরি করে মাঠে পাঠানো হয়। আর ওকে নামানোর অধিকার আমাদের হাতে ছিল না। ম্যাচ রেফারি যা করার করেছেন। আমরা শুধু নাম বলেছি। সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ রেফারি।” উল্লেখ্য, ৩ উইকেট নেন হর্ষিত। লিভিংস্টোন, বেথেল ও ক্রমে ভয়ঙ্কর হয়ে ওঠা জেমি ওভারটনকে ফিরিয়ে দেন তিনি।

Leave a Reply