বার্ষিক মাইনেতে পিছনে ফেলেছেন বিরাট-রোহিতকেও! নাম জানলে চমকে যাবেন?


Team India: বার্ষিক মাইনেতে পিছনে ফেলেছেন বিরাট-রোহিতকেও! নাম জানলে চমকে যাবেন?Image Credit source: Santanu Banik/Speed Media/Icon Sportswire via Getty Images

মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়েছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ, শনিবার তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন তিনি। সাধারণ মানুষের এই বাজেট নিয়ে বিরাট প্রত্যাশা ছিল। কেন্দ্রীয় সরকার আয়কর নিয়ে যে ঘোষণা করেছেন, তাতে বড়সড় স্বস্তি মিলেছে মধ্যবিত্তদের। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর শূন্য। এই পরিস্থিতিতে সর্বক্ষেত্রে আলোচনা চলছে এ বার থেকে কাকে কত টাকা আয়কর দিতে হবে। ভারতের তারকা ক্রিকেটাররা আর্থিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ। এক ঝলকে দেখে নিন বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মাদের বোর্ডের (BCCI) বার্ষিক চুক্তি ও আইপিএল (IPL) টিম থেকে এক বছরে আয় কত। বার্ষিক মাইনেতে ভারতের এক তারকা ক্রিকেটার পিছনে ফেলে দিয়েছেন বিরাট-রোহিতকেও। কে তিনি?

1. বিরাট কোহলি আইপিএল এবং বিসিসিআই থেকে বার্ষিক কত টাকা আয় করেন?

২০২৫ সালের আইপিএলের মেগা নিলামের আগে বিরাট কোহলিকে ২১ কোটি টাকায় রিটেন করে রাখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

এই খবরটিও পড়ুন

বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি (২০২৩-২৪) অনুযায়ী গ্রেড – এ+ এ রয়েছেন বিরাট কোহলি। সেখান থেকে তাঁর বার্ষিক বেতন ৭ কোটি। অর্থাৎ এর থেকে কোহলির বার্ষিক আয় মোট ২৮ কোটি।

2. রোহিত শর্মা আইপিএল এবং বিসিসিআই থেকে বার্ষিক কত টাকা আয় করেন?

২০২৫ সালের আইপিএলের মেগা নিলামের আগে রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্স ১৬.৩০ কোটি টাকায় রিটেন করে রেখেছিল।

বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি (২০২৩-২৪) অনুযায়ী গ্রেড – এ+ এ রয়েছেন রোহিত শর্মা। সেখান থেকে তাঁর বার্ষিক বেতন ৭ কোটি। অর্থাৎ এর থেকে রোহিতের বার্ষিক আয় মোট ২৩.৩০ কোটি।

3. হার্দিক পান্ডিয়া আইপিএল এবং বিসিসিআই থেকে বার্ষিক কত টাকা আয় করেন?

২০২৫ সালের আইপিএলের মেগা নিলামের আগে হার্দিক পান্ডিয়াকে মুম্বই ইন্ডিয়ান্স ১৬.৩৫ কোটি টাকায় রিটেন করে রেখেছিল।

বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি (২০২৩-২৪) অনুযায়ী গ্রেড – এ-তে রয়েছেন হার্দিক পান্ডিয়া। সেখান থেকে তাঁর বার্ষিক বেতন ৫ কোটি। অর্থাৎ এর থেকে হার্দিকের বার্ষিক আয় মোট ২১.৩৫ কোটি।

4. ঋষভ পন্থ আইপিএল এবং বিসিসিআই থেকে বার্ষিক কত টাকা আয় করেন?

লখনউ সুপার জায়ান্টস এ বারের আইপিএলের মেগা নিলামে ২৭ কোটি টাকা দিয়ে কিনেছে।

বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি (২০২৩-২৪) অনুযায়ী গ্রেড – বি-তে রয়েছেন পন্থ। সেখান থেকে তাঁর বার্ষিক বেতন ৩ কোটি। অর্থাৎ এর থেকে পন্থের বার্ষিক আয় মোট ৩০ কোটি।

5. শ্রেয়স আইয়ার আইপিএল এবং বিসিসিআই থেকে বার্ষিক কত টাকা আয় করেন?

২০২৫ সালের আইপিএলের মেগা নিলামে শ্রেয়স আইয়ারকে ২৬.৭৫ কোটি টাকায় কেনে পঞ্জাব কিংস। আগামী আইপিএলে তিনি পঞ্জাবের নতুন ক্যাপ্টেন।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েন শ্রেয়স আইয়ার। তার আগে ২০২২-২৩ মরসুমে তিনি ভারতীয় বোর্ডের চুক্তি অনুযায়ী গ্রেড -বি-তে ছিলেন। এবং ৩ কোটি টাকা পেতেন।

6. রিঙ্কু সিং আইপিএল এবং বিসিসিআই থেকে বার্ষিক কত টাকা আয় করেন?

২০২৫ সালের আইপিএলের মেগা নিলামের আগে রিঙ্কু সিংকে ১৩ কোটি টাকায় রিটেন করে রাখে কলকাতা নাইট রাইডার্স।

বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি (২০২৩-২৪) অনুযায়ী গ্রেড – সি-তে রয়েছেন রিঙ্কু সিং। সেখান থেকে তাঁর বার্ষিক বেতন ১ কোটি। অর্থাৎ এর থেকে রিঙ্কুর বার্ষিক আয় মোট ১৪ কোটি টাকা।

Leave a Reply