সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিট হওয়ার পরও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে বেঞ্চে বসতে হয়েছিল মহম্মদ শামিকে। অবশেষে রাজকোটে প্রত্যাবর্তন ঘটে বাংলার পেসারের। কিন্তু পুণেতে ফের একই ছবি। প্রথম একাদশে ঠাঁই হয়নি শামির। যদিও মুম্বইয়ে নিয়মরক্ষার ম্যাচে ফের দেখা যেতে পারে বাংলার পেসারকে। তেমনটাই ইঙ্গিত দিলেন বোলিং কোচ মর্নি মর্কেল।
চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন শামি। মনে করা হয়েছিল, ইডেনে প্রত্যাবর্তন ঘটতে পারে তাঁর। কিন্তু সেটা হয়নি। অবশেষে ১৪ মাস পর রাজকোটে নামেন তিনি। সেখানে অবশ্য সাফল্য পাননি। ৩ ওভারে ২৫ রান দিয়ে কোনও উইকেট পাননি। পুণেতে ফের বসিয়ে দেওয়া হয়। সেখানে ১৫ রানে ম্যাচ জেতে ভারত। সেই সঙ্গে ৩-১ ব্যবধানে সিরিজও জেতেন সূর্যকুমাররা।
অর্থাৎ, মুম্বইয়ে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ নেহাতই নিয়মরক্ষার। সেখানে ফের দেখা যেতে পারে শামিকে। সেই প্রসঙ্গে ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল বলেন, “শামি খুব ভালো বল করছে। প্র্যাকটিসের সময় ওকে বল করতে দেখেছি। শামি যেভাবে উন্নতি করছে, তাতে আমি খুশি। সম্ভবত পরের ম্যাচেই আবার দলে সুযোগ পাবে ও। দেখা যাক, সব কীভাবে এগোয়। কিন্তু এটাও ঠিক যে, ওকে দলে ফিরে পেয়ে খুব খুশি। শামির অভিজ্ঞতায় তরুণ বোলাররা উপকৃত হবে।”
পুণেতে শিবম দুবেতে চোট পাওয়ার পর ‘কনকাশন সাব’ হিসেবে নামানো হয় হর্ষিত রানাকে। তখন প্রশ্ন ওঠে, সেই জায়গায় কি শামিকে খেলানো যেত না? কিন্তু ৩ উইকেট তুলে একপ্রকার সেই প্রশ্নের উত্তর দিয়ে দেন হর্ষিত। এবার দেখার রবিবার পঞ্চম টি-টোয়েন্টিতে যদি শামি নামেন, তাহলে কাকে বসানো হয়?