‘সময়মতোই তৈরি হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্টেডিয়াম’, ভারতীয়দের ‘মুখ বন্ধ’ রাখার পরামর্শ নকভির


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়মতোই শেষ হয়ে যাবে স্টেডিয়াম তৈরির কাজ। সীমান্তের ওপার থেকে চিন্তা করার কোনও কারণ নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ‘ভারতীয়দের উদ্বেগ’ নিরসন করলেন পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। তাঁর কথায়, “সীমান্তের ওপার থেকে আমাদের এখানে স্টেডিয়াম তৈরি নিয়ে এত কথা না বললেও চলবে। পাকিস্তানে স্টেডিয়াম তৈরি হয়ে যাবে সময়মতোই।”

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে। কিন্তু পাকিস্তানের মাটিতে আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফি সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। স্টেডিয়ামের কাজ এখনও অনেকটাই বাকি। এত বড় প্রতিযোগিতা আয়োজনের উপযুক্ত পরিকাঠামো তৈরি নয়। সব মিলিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আদৌ প্রস্তুত হবে তো পাকিস্তানের তিন স্টেডিয়াম? প্রশ্নচিহ্নটা ক্রমশ বড় হচ্ছে।

মহসিন নকভির কথায়, “অনেকেই সীমান্তের ওপার থেকে আমাদের নিয়ে রসিকতা করছেন। প্রশ্ন তোলা হচ্ছে সময়মতো স্টেডিয়াম তৈরি হবে না। পাকিস্তান এত বড় টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না। কিন্তু আমি আশ্বস্ত করতে চায়, ৭ ফেব্রুয়ারির মধ্যেই স্টেডিয়াম তৈরি হয়ে যাবে। গোটা পিসিবি দিনরাত পরিশ্রম করছে। আমরা সুষ্ঠু টুর্নামেন্ট উপহার দেবই। যারা সীমান্তের ওপার থেকে নজর রাখছেন, তাঁদের হতাশ হতে হবে।”

পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি শেষ করাটাকে চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে একটি ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসাবে পাক বোর্ড ওই সিরিজের আয়োজন করেছে। পাকিস্তান ছাড়া নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা খেলবে ওই সিরিজে। তিনটি দলই একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। ফাইনাল হবে ১৪ ফেব্রুয়ারি। ওই ম্যাচগুলি প্রথমে মুলতানে হওয়ার কথা থাকলেও এবার সেগুলি সরিয়ে লাহোর এবং রাওয়ালপিণ্ডিতে করা হবে। ওই সিরিজেই বোঝা যাবে কতটা প্রস্তুত পাকিস্তানের স্টেডিয়াম।

Leave a Reply