ক্রিকেট কেরিয়ারে ইতির দিন আবেগী ঋদ্ধি
Image Credit source: Wriddhiman Saha Facebook
কলকাতা: ‘যেখান থেকে সব কিছুর শুরু, সেখানে ফিরে তাকাই! ইডেন গার্ডেন্স – এমন একটি জায়গা যেখানে স্বপ্ন উড়ান ভরেছিল, যেখানে প্রতিটি উল্লাস, প্রতিটি ডাইভ এবং প্রতিটি মুহূর্ত চিরকাল লালন করে গিয়েছি। যা পরবর্তীতে স্মৃতি হয়ে উঠেছে। বছরের পর বছর আবেগ এবং কৃতজ্ঞতা বহন করে শেষবারের মতো এই পথে হাঁটা। কিছু যাত্রা শেষ হতে পারে, তবে খেলার প্রতি ভালোবাসা এবং তা থেকে তৈরি বন্ধন আজীবন থাকবে।’ এ হল সকলের প্রিয় পাপালির (Wriddhiman Saha) ক্রিকেট কেরিয়ারে ইতির দিন ইডেন নিয়ে আবেগের কথা।
পঞ্জাবের বিরুদ্ধে কেরিয়ারের শেষ ম্যাচ খেললেন বাংলার উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা। ৪০ বছর বয়সী ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ জিতেছেন। যদিও এই ম্যাচে তিনি রান পাননি। শূন্যে আউট হন। কিন্তু তাঁকে শ্রদ্ধা জানাতে কোনওরকম কার্পন্য করেননি বাংলার এবং পঞ্জাবের ক্রিকেটাররা।
রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে ইডেনে তৃতীয় দিন পঞ্জাবকে এক ইনিংস ও ১৩ রানে হারিয়েছে বাংলা। ব্যাট হাতে ১১১ রানের ইনিংস উপহার দেওয়ার পর পঞ্জাবের দ্বিতীয় ইনিংসে বল হাতেও অবদান রাখেন সুরজ সিন্ধু জয়সওয়াল। মায়াঙ্ক মার্কণ্ডেয়র দলের বিরুদ্ধে দুই ইনিংসে সুরজ মোট নেন ৮টি উইকেট।
ক্রিকেটের নন্দনকাননে পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের মাঝে ঋদ্ধি নিজের ইন্সটাগ্রামে নিজের কেরিয়ারের শেষ ম্যাচ নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলেন।
অবশ্য ঋদ্ধি একা নন, তাঁর ক্রিকেট কেরিয়ারে ইতির লগ্নে আবেগী তাঁর স্ত্রী রোমিও। তিনি ইন্সটাগ্রামে দুটো উইন্ডোতে ২০১২ ও ২০২৫ সালের দুটি ছবি শেয়ার করেন রোমি। দুটি ছবিই ইডেনে তোলা। স্বামীর ক্রিকেট জীবন, মাইলস্টোন, স্বপ্ন নিয়ে নানা কথা রোমি নিজের দৃষ্টিভঙ্গি থেকে জানিয়েছেন।