টানা দ্বিতীয় বার ট্রফির সামনে ভারত, কখন কোথায় দেখা যাবে যাবে ম্যাচ!


মেয়েদের ক্রিকেটে সিনিয়র স্তরে ভারতের ঝুলিতে কোনও আইসিসি ট্রফি নেই। তবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে উদ্বোধনী সংস্করণেই তাক লাগিয়ে দিয়েছিল ভারত। অনবদ্য পারফরম্যান্সে ট্রফিও জিতেছিল। এ বার ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন হিসেবেই নেমেছে ভারত। খেলছেও চ্যাম্পিয়নের মতোই। গ্রুপ পর্ব হোক বা সুপার সিক্স। সব ম্যাচেই ভারতের মেয়েরা জিতেছে। কিন্তু এ বার আসল লড়াই। ট্রফি ধরে রাখার সুযোগ ভারতের সামনে। সুপার সানডে-তে ভারত ও ট্রফির মাঝে দক্ষিণ আফ্রিকা।

কেরিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ খেলছেন গোঙ্গারি তৃষা। উদ্বোধনী বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের সদস্য়। এ বার ভারতীয় ব্য়াটিংয়ের গুরুত্বপূর্ণ মুখ। ইতিহাসও গড়েছে। মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাসে প্রথম সেঞ্চুরি এসেছে তাঁর ব্য়াটেই। ফাইনালেও ভারতীয় ব্য়াটিংয়ের অন্য়তম ভরসা। পাশাপাশি কমলীনি, ক্য়াপ্টেন নিকি প্রসাদের কথা ভুললে চলবে না।

এ বারের বিশ্বকাপে ভারতের মূল শক্তি অবশ্য়ই বোলিং। পারুনিকা সিসোদিয়া, শমনমরা নতুন বলে অনবদ্য় পারফর্ম করেছেন। তেমনই দুই স্পিনার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। আয়ুষী শুক্লা এবং বৈষ্ণবী শর্মা। বিশ্বকাপে ইতিমধ্যেই দুটি ম্যাচে সেরার পুরস্কারও জিতেছেন বৈষ্ণবী। ধারাবহিক ভাবে ভালো খেললেও ফাইনালে পারফর্ম করে সাফল্য দেওয়াতেই নজর।

ভারতের মতো দক্ষিণ আফ্রিকাও এই বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে। প্রথম বার ফাইনালে জায়গা করে নিয়েছে। সেমিফাইনালে তারা হারিয়েছে অস্ট্রেলিয়াকে। সুতরাং ভারতের কাছে এই ম্যাচ একেবারেই সহজ হবে না। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি স্পিনার সেমিফাইনালে বিধ্বংসী পারফর্ম করেছিলেন। ভারতীয় ব্য়াটারদের কাছে চ্য়ালেঞ্জ হয়ে উঠতে পারেন অ্যাশলে ভ্যান উইক।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ভারতীয় সময় দুপুর ১২টা,

স্টার স্পোর্টস ও ডিজনি প্লাস হটস্টারে সম্প্রচার শুরু ১১.৩০ থেকে

Leave a Reply