দিল্লির জয়, বিরাটের অবদান ৬; রঞ্জি ম্যাচ খেলায় কত টাকা পাবেন কোহলি?


দীর্ঘ এক যুগ পর রঞ্জি ট্রফিতে নেমেছিলেন বিরাট কোহলি। ফের কবে তাঁকে ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে এর নিশ্চয়তা নেই। স্বাভাবিক ভাবেই ক্রিকেট প্রেমীদের প্রত্যাশাও ছিল বিরাট। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রেলওয়েজ ম্যাচের আগে থেকেই ছিল উৎসবের মেজাজ। সপ্তম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ও রেলওয়েজ। এই ম্যাচটির সেই অর্থে গুরুত্ব ছিল না। তবে বিরাট কোহলি খেলবেন জানার পরই স্পেশাল হয়ে উঠেছিল। ম্যাচের প্রথম দিন বিরাট অপেক্ষা নিয়েই মাঠ ছেড়েছিলেন প্রায় ১৫ হাজার ক্রিকেট প্রেমী। ম্যাচটি দিল্লি অবশ্য ইনিংসে জিতেছে। কিন্তু সমর্থকদের প্রত্য়াশা পূরণ হয়নি।

ম্যাচের প্রথম দিন টস জিতে ফিল্ডিং নেওয়ায় বিরাটের ব্য়াটিং দেখার জন্য অপেক্ষা ছিল। অবশেষে দিল্লির ইনিংসও শুরু হয়। কিন্তু প্রথম দিনের শেষে দিল্লি মাত্র ১ উইকেট হারানোয় বিরাটকে আর নামতে হয়নি। দ্বিতীয় দিনের প্রথম সেশনেও দিল্লির দুই তরুণ ব্য়াটার সনৎ সাঙ্গওয়ান ও যশ ধূল দুর্দান্ত খেলছিলেন। যশ ধূল আউট হতে চার নম্বরে ব্যাটিংয়ে প্রবেশ বিরাট কোহলির। গ্যালারি থেকে বিরাট গর্জন। সকলেই সেই মুহূর্ত মোবাইলের ক্য়ামেরায় বন্দি করে রাখছিলেন। প্রত্যাশা ছিল একটা বিরাট ইনিংসের। জোরালো ড্রাইভে একটি বাউন্ডারি মারায় প্রত্যাশা আরও বাড়ে। কিন্তু তাঁর পরের ডেলিভারিতেই বিরাটের অফ স্টাম্প ছিটকে দেন রেলওয়েজের ডানহাতি পেসার হিমাংশু সাঙ্গওয়ান। রঞ্জি প্রত্যাবর্তনে ১৫ বলে ৬ রানেই শেষ বিরাটের ইনিংস।

দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি। ইনিংস ও ১৯ রানের বিশাল ব্যবধানে জিতেছে দিল্লি। সব মিলিয়ে ম্যাচে বিরাটের অবদান ৬। অনেকের মনে প্রশ্ন আসতেই পারে বিরাট কোহলি রঞ্জি ম্যাচ খেলায় কত টাকা পাবেন?

এই খবরটিও পড়ুন

অভিজ্ঞতা এবং ম্যাচের নিরিখে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি-র পরিকাঠামো তৈরি করেছে বোর্ড। যাঁরা ৪০টির বেশি ম্যাচ খেলেছেন তাঁরা ৬০ হাজার টাকা দৈনিক হিসেবে পাবেন। যাঁরা ২১-৪০টি ম্যাচ খেলেছেন, তাঁদের জন্য ৫০ হাজার। আর যাঁরা ২০টির কম ম্যাচ খেলেছেন তাঁদের ৪০ হাজার।

রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচটির আগে অবধি রঞ্জিতে বিরাট খেলেছেন ২৩টি ম্যাচ। তবে সব মিলিয়ে প্রথম শ্রেনির ম্যাচ খেলেছেন ১৪০টির বেশি। তাই ৬০ হাজারের স্ল্যাবে পড়ছেন বিরাট কোহলি। অর্থাৎ ম্যাচ যদি চারদিনই হত, তা হলে বিরাট কোহলি পেতেন ২ লক্ষ ৪০ হাজার টাকা। ম্যাচটি তিনদিনেই শেষ হয়েছে। ফলে রেলওয়েজ ম্যাচ থেকে বিরাটের উপার্জন হবে ১ লক্ষ ৮০ হাজার টাকা।

Leave a Reply