সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ট্রাইক রেট ২৭৫। মাত্র ৩৭ বলে সেঞ্চুরি। রবিবার এমনই এক দুর্ধষ ইনিংসের সাক্ষী থাকল ওয়াংখেড়ে। বিশ্বজয়ের মাঠে এদিন চার-ছক্কার ফুলঝুরি ফোটালেন অভিষেক শর্মা। তরুণ তুর্কির দাপটে কচুকাটা হল ইংরেজদের বোলিং লাইন আপ। তবে অল্পের জন্য রোহিত শর্মার রেকর্ড ছুঁতে পারলেন না অভিষেক। ভারতীয় হিসাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন আন্তর্জাতিক টি-২০তে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]