পরিবর্ত নামানো উচিত হয়নি… শিবম-হর্ষিত কনকাশন সাব বিতর্কে সরব সানি


পরিবর্ত নামানো উচিত হয়নি… শিবম-হর্ষিত কনকাশন সাব বিতর্কে সরব সানিImage Credit source: PTI

কলকাতা: দেশের মাটিতে ৪-১ ব্যবধানে ইংলিশ ব্রিগেডকে হারিয়েছে সূর্যকুমার যাদবের ভারত। দাপট দেখিয়ে টিম ইন্ডিয়া এই সিরিজ জয়ের পরও একটা বিষয় নিয়ে সমালোচনা থামছে না। তা হল শিবম দুবের (Shivam Dube) কনকাশন পরিবর্ত হিসেবে হর্ষিত রানার (Harshit Rana) খেলা। দেশ-বিদেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, তাঁদের মনে হয়নি হর্ষিত রানাকে নিয়ম অনুযায়ী শিবম দুবের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হিসেবে সঠিক ব্যবহার করা হয়েছে। এ বার ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar) টেলিগ্রাফের এক কলামে লিখেছেন এ নিয়ে নিজের মতামত। সানির মতে, সিরিজের চতুর্থ টি-২০-তে শিবম দুবের পরিবর্ত নামানোই উচিত হয়নি। আর কী বললেন গাভাসকর?

সানির কথায়, ‘পুনের ম্যাচে শিবম দুবের হেলমেটে বল লাগলেও শেষ পর্যন্ত ও ব্যাটিং করেছে। ফলে এটা স্পষ্ট যে কনকাশন হয়নি। সুতরাং ওই ম্যাচে ওর পরিবর্ত ক্রিকেটার নামানো উচিত ছিল না। যদি ব্যাটিংয়ের সময় পেশিতে টান পড়ত, তা হলে বিকল্প নামানো যেত। আর তারপরও একান্তই কেউ নামলে তাকে দিয়ে শুধু ফিল্ডিং করানো যেত, বোলিং করানো ঠিক হত না।’

সেখানেই থেমে যাননি সানি। তিনি আরও বলেন, ‘(লাইক-টু-লাইক) সমতুল্য ক্রিকেটার হিসেবে কখনওই শিবম এবং হর্ষিতকে একই সারিতে রাখা যায় না। মজার ছলে বলা যেতেই পারে যে, ওদের দুজনের উচ্চতা একরকম। ফিল্ডার হিসাবেও দুজন সমমানের। কিন্তু কখনই ওদের দুজনকে সমতুল্য বলা যায় না। তাই এই বিষয়টি নিয়ে ইংল্যান্ডের সরব হওয়ার যথেষ্ট অধিকার রয়েছে।’

এই খবরটিও পড়ুন

এই কনকাশন সাব নিয়ে বিতর্কের জন্য ভারতীয় টিমের এই সিরিজ জয়কে খাটো করার কোনও কারণ দেখছেন না সানি। তাঁর মতে, ভারত এই সিরিজে দারুণ পারফর্ম করেছে। ফলে এ ভাবে সেই জয়কে কালিমালিপ্ত করার কোনও মানে হয় না।

Leave a Reply