‘পক্ষপাত ও দুর্নীতি’, ‘কনকাশন সাব’ বিতর্কে জয় শাহর আইসিসিকে তোপ ইংরেজ ম্যাচ রেফারির


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে আচমকা উঠে এসেছিল ‘কনকাশন সাব’ বিতর্ক। সিরিজ শেষ, অথচ এখনও এই আলোচনা থামছে না। বাটলারের মন্তব্যের পালটা দিয়েছিলেন মর্নি মর্কেল। এবার এই বিতর্কে মুখ খুললেন আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড। তাঁর আরও একটি পরিচয় আছে। তিনি ইংরেজ ক্রিকেটার স্টুয়ার্ট ব্রডের বাবা।

পুণেতে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত। সেখানে ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শিবম। শেষ ওভারে তাঁর হেলমেটে একটি বাউন্সার আছড়ে পড়ে। চোট পরীক্ষার পর খেলা চালানোর অনুমতিও মেলে। কিন্তু পরে শিবমের পরিবর্ত হিসেবে নামানো হয় হর্ষিতকে। আইসিসির নিয়ম অনুযায়ী ‘কনকাশন সাব’-এর ক্ষেত্রে দুই ক্রিকেটারকে সমতুল্য হতে হবে। কিন্তু রানা এবং শিবম সমতুল্য নয় বলেই প্রশ্ন তুলেছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তবে ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল বলেছিলেন, ম্যাচ রেফারির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর তাতেই চটেছেন প্রাক্তন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ৬২২টি ম্যাচ খেলিয়েছেন তিনি। সেই ইংরেজ রেফারি এবার তীব্র আক্রমণ করলেন ভারতের রেফারি জাভাগল শ্রীনাথকে। তিনিই ভারত-ইংল্যান্ড ম্যাচের রেফারি ছিলেন। সোশাল মিডিয়ায় ক্রিস ব্রড লিখেছেন, “একজন স্বাধীন ম্যাচ রেফারিকে এই সব দায়িত্বে আনা উচিত। আইসিসি আবার কেন সেই পুরনো দিনের পক্ষপাতিত্ব ও দুর্নীতিগ্রস্থ পদ্ধতিতে ফিরছে?”

‘কনকাশন সাব’-এ হর্ষিতের নামা নিয়ে বিরোধিতায় মুখর হয়েছিলেন পিটারসেন। তাঁর মন্তব্যকে সমর্থন করে ব্রড আরও লেখেন, “একজন ভারতীয় ম্যাচ রেফারি ভারতের পরিবর্তনকে সমর্থন করেও পার পেয়ে যান। এই ধরনের পক্ষপাতিত্ব এড়ানোর জন্য স্বাধীন ম্যাচ রেফারি দরকার।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ




Leave a Reply